Coach Gautam Gambhir, Oval Pitch Curator Lee Fortis. (Photo Credits: X)

Gautam Gambhir: বৃহস্পতিবার থেকে ওভালে (Oval Test) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে নামছে টিম ইন্ডিয়া (Team India)। সিরিজ বাঁচাতে হলে ওভাল টেস্টে শুভমন গিলদের জিততেই হবে। এমন একটা ডু অর ডাই ম্যাচের প্রস্তুতিতে জোর কদমে নেমেছেন কোচ গৌতম গম্ভীর। লন্ডনের কেনিংটন ওভালের (Kennington Oval) পিচ নিয়ে বেশ সিরিয়াস গম্ভীর-গিল। এরই মাঝে এদিন কেনিংটন ওভালের পিচ দেখার সময় কিউরেটর লি ফোর্টিসের (Pitch Curator Lee Fortis) সঙ্গে ঝামেলায় জড়ালেন গম্ভীর।

সিরিজের নানা সময় দুই দলের ক্রিকেটাররা ঝামেলায় জড়িয়েছেন, এবার কোচ গম্ভীর বিবাদে জড়ালেন পিচ কিউইরেটরের সঙ্গে

দীর্ঘদেহি পিচ কিউরেটর ফোর্টিসকে সরসারি গম্ভীরকে বলতে শোনা যায়, আমরা কী করব, সেটা নিয়ে তুমি বলতে এসো না।"শোনা যাচ্ছে ওভালের পিচ নিয়ে কথা বলার সময় কিউটেরটর তির্যক মন্তব্য করেন টিম ইন্ডিয়ার কোচকে। আর তারপরই মেজাজ হারান গম্ভীর। ১-২ পিছিয়ে থেকে সিরিজের শেষ ম্য়াচে নামার আগে বেশ চাপে আছেন কোচ গম্ভীর। পিচ কিউরেটরের সঙ্গে প্রকাশ্যে বিবাদ সেই চাপের বহি:প্রকাশ নাকি অন্য কিছু তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

দেখুন ভিডিও

অতীতেও এমন ঝামেলা হয়েছে ওভালের পিচ কিউইরেটকে নিয়ে

শোনা যাচ্ছে, অতীতে ওভালের এই পিচ কিউইরেটর ফোর্টিসের সঙ্গে সফররত দলের কোচ-অধিনায়কদের বিবাদ হয়েছে। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে, সূত্রের খবর শার্দুল ঠাকুরের জায়গায় ওভালে প্রথম একাদশে খেলতে দেখা যাবে কুলদীপ যাদব। সিরিজের প্রথম চারটি টেস্টে খেলার সুযোগ পায়নি কুলদীপ।