এবার আফ্রিকা মহাদেশে আয়োজিত হতে চলেছে অলিম্পিক গেমস। ২০২৬ গ্রীষ্মকালীন যুব অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সেনেগাল-কে। ১৫-১৮ বছরের ক্রীড়াবিদদের নিয়ে ২০১০ সাল থেকে শুরু হওয়া যুব অলিম্পিক (Dakar Youth Olympic Games 2026) এবার সেনেগালের রাজধানী ডাকারে আয়োজিত হবে। আগামী বছর ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর আয়োজিত হবে চতুর্থ গ্রীষ্মকালীন যুব অলিম্পিক।
এই অলিম্পিকের জন্য চারটি স্টেডিয়াম ঢেলে সাজাচ্ছে সেনেগাল। কিন্তু স্টেডিয়াম সংস্কারের যাবতীয় টাকা দিচ্ছে চিন। ডাকারের ৬০ হাজার দর্শকাসনের লিওপোল্ড সেদার সেনঘর স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান সেই স্টেডিয়াম তৈরিতে পুরোপুরি লেগে পড়েছে চিন। একই সঙ্গে কাজ চলছে ১০ হাজার দর্শকাসনের অ্যালিনে সিটোয়ে, ৮ হাজার দর্শাকাসনের লামিনে গুয়ে, এবং ৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন এলি মানেল ফল স্টেডিয়াম সংস্কারের।
দেখুন সেনেগালের য়ুব অলিম্পিকের স্টেডিয়াম সংস্কারে চিন
Dakar, Senegal will host the 2026 Youth Olympic Games.
China is funding the renovations of four stadiums in Senegal namely 60,000 capacity Leopold Sedar Senghor, 10,000 capacity Aline Sitoe Diatta, 8,000 capacity Lamine Gueye and 5,000 capacity Ely Manel Fall ahead of the… pic.twitter.com/Lvk41WubxE
— Africa Facts Zone (@AfricaFactsZone) September 2, 2024
এর আগে আফ্রিকায় কোনও বড় স্পোর্টস ইভেন্ট হয়েছিল-২০১০ ফিফা বিশ্বকাপে। এখনও পর্যন্ত সিঙ্গাপুর, নিনঝিং (চিন) বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা)-য় গ্রীষ্মকালীন যুব অলিম্পিকের আয়োজন হয়েছে।