Nigeria Election. (Photo Credits: Twitter)

নোটবন্দির পর বেহাল আফ্রিকার দেশ নাইজেরিয়া থেকে এল চাঞ্চল্যকর খবর। নাইজেরিয়ায় সংসদীয় নির্বাচনের আগের দিন এক সাংসদের গাড়ি থেকে উদ্ধার হল নগদ ৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ কোটি ১৫ লক্ষ টাকা। ধৃত সেই নাইজেরিয়ান সাংসদের নাম ছিনেইরে ইগেওয়ে (Chinyere Igwe)। নগদ টাকা ভোটারদের মধ্যে বিতরণ করে ভোট কেনার ছক কয়েছিলেন তিনি। কাদের এই টাকা দেওয়া হবে সেই তালিকাও ধৃত সাংসদের গাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর কেন্দ্রে যাওয়ার সময় পুলিশ সাংসদের গাড়ি তল্লাশি করলে, ছিনেরের ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৫ লক্ষ ডলার।

স্থানীয় সময় রাত দুটো নাগাদ ঘটে এই কাণ্ড। কোথা থেকে তিনি এই অর্থ পেলেন, তা বলতে না পারায় সাংসদকে গ্রেফতার করে পুলিশ। যদিও নাইজেরিয়ায় নগদ ১০ লক্ষ ডলার পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। তবে টাকার উতস না বলতে পারলে গ্রেফতার করা যায়। ছিনেরে ইগেওয়ে যে কেন্দ্রের প্রার্থী, সেই দক্ষিণ পূর্ব ইনুগু-র ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আরও পড়ুন-যুদ্ধ থামাতে এবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাত চান জেলেনস্কি

দেখুন টুইট

এমন একটা সময় এই ঘটনা ঘটল যখন নাইজেরিয়ায় নোটের অকাল পড়েছে। কারণ গত বছর নভেম্বরে নোটবন্দ হয় নাইজেরিয়ায়। তারপর থেকেই নোটের অভাব শুরু হয়, অর্থনীতির বেহাল অবস্থা আফ্রিকার এই দেশে। শনিবার নাইজেরিয়ায় রাষ্ট্রপতি ও লোকসভা নির্বাচনের ঠিক আগের দিন ঘটে এই ঘটনা। ধৃত সাংসদ ছিনেরে যে কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, সেখানকার প্রধান বিরোধী প্রার্থী সন্দেহজনক দুর্ঘটনায় মারা যান।

আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশের নির্বাচনে জেতার জন্য প্রার্থীরা ভোট কিনতে মোটা অর্থ খরচ করেন বলে বহুবার অভিযোগ করেন। রিগিং থেকে ভোট লুঠের ঘটনা নাইইজেরিয়ায় বহুবার শোনা গিয়েছে। নাইজেরিয়ার নির্বাচন কমিশনও স্বীকার করে এই ঘটনা।