লন্ডন, ১৯ মে: প্রিমিয়র লিগে (EPL) প্রথমে চারে থেকে চ্যাম্পিয়ন লিগে ওঠার লড়াই দারুণ জমে গেল। ম্যানচেস্টার সিটি (Manchester City) (৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট) ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। ফুলহ্যামের (Fulham) বিরুদ্ধে ড্র করলেও ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester Unied) (৩৭ ম্যাচে ৭১ পয়েন্ট)-এর দ্বিতীয় স্থান পাকা। প্রথম চারের বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে চেলসি (Chelsea) (৩৭ ম্যাচে ৬৭), লেস্টার সিটি (৩৭ ম্যাচে ৬৬), লিভারপুল (৩৬ ম্যাচে ৬৩)। গতকাল ভারতীয় সময় মধ্যরাতে চেলসি ২-১ গোলে লেস্টার সিটিকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে অনেকটাই স্বস্তির নি:শ্বাস ফেলছে। আরও পড়ুন: Alisson Becker: লিভারপুলের ১২৯ বছরের ইতিহাসে এই প্রথম গোল করলেন গোলকিপার (দেখুন ভিডিও)
আজ লিভারপুল নামছে বার্নালির বিরুদ্ধে। গত ম্যাচে গোলকিপার অ্যালিসন বেকারের শেষ মুহূর্তের গোলে জিতে দারুণ আত্মবিশ্বাসী লিভারপুল। আজ লিভারপুল জিতলেই লিগের শেষ পর্বের ম্যাচগুলো একেবারে জমে যাবে। জিতলেই লিভারপুল ধরে ফেলবে চারে থাকা লেস্টার সিটিকে। চেলসি শেষ ম্যাচে খেলবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। লেস্টার খেলবে টটেনহ্যামের বিরুদ্ধে আর ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা পেতে হলে তিনটি দলকে সেক্ষেত্রে শেষ ম্যাচে জিততেই হবে।
এদিকে, গতকাল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে যায় ব্রাইটনের বিরুদ্ধে। ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করে ফুলহ্যামের বিরুদ্ধে।