Liverpool (Photo Credits: Getty Images)

লিভারপুলে (Liverpool) 'বেকার' ইতিহাস। ক্লাবের ১২৯ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক খেলায় গোলকিপার হিসেবে গোল করলেন লিভারপুলের কোনও গোলকিপার। গোলকিপার অ্যালিসন বেকার (Alisson Becker) -এর করা গোলে জিতেই প্রিমিয়র লিগে অতি মূল্যবান প্রথম চারের মধ্যে থাকার লড়াইয়ে টিকে থাকল লিভারপুল। গতকাল প্রিমিয়র লিগে ওয়েস্ট হ্যামের বিরদ্ধে লিভারপুলের ম্যাচ খেলার ৯৪ মিনিট পর্যন্ত ১-১ গোলে ড্র চলছিল । ঠিক সেই সময়ই ম্যাচের ইনজুরি টাইমে একেবারে শেষ মুহূর্তে কর্নার থেকে হেডে গোল করে লিভারপুলকে তিন পয়েন্ট এনে দেন গোলকিপার অ্যালিসান বেকার।  এই ম্যাচে পয়েন্ট নষ্ট করলে পরের বছর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার সম্ভাবতা কার্যত শেষ হয়ে যেত লিভারপুলের। তিন পয়েন্টের লক্ষ্যে গোল বাঁচানোর লক্ষ্য ছেড়ে বেরিয়ে এসে গোলকিপার অ্যালিসন বেকার বিপক্ষের গোলের সামনে গোল করতে চলে যান। আর কর্নার উড়ে এসে পড়ে তাঁর দিকে। অসাধারণ দক্ষতার সঙ্গে একজন পেশাদার স্ট্রাইকারের ঢঙেই গোল করে যান বেকার। আরও পড়ুন: FIFA World Cup 2022: বিশ্বকাপ ফুটবলে খেলার দৌড় থেকে সরে দাঁড়াল উত্তর কোরিয়া, পিছনে যে কারণ 

ব্রাজিলের এই তারকা গোলকিপার লিভারপুলে ইতিহাস গড়ার পাশাপাশি প্রিমিয়র লিগেও এক অনন্য নজির গড়লেন। তিনিই হলেন প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথমবার হেডে গোল করা গোলকিপার। বেকারকে নিয়ে মোট পাঁচজন গোলকিপার প্রিমিয়র লিগে গোল করলেন। দেখুন সেই গোলের ভিডিও

এই জয়ের সুবাদে ৩৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৬৩। ম্যানচেস্টার সিটি (৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট ) ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। ৩৬টা করে ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেড (৭০),লেস্টার সিটি (৬৬), চেলসি (৬৪)। প্রথম চারের লড়াইয়ে আছে। সব দলের দুটি করে ম্যাচ খেলা বাকি আছে।