গোলকিপার অ্যালিসনের দক্ষতায় সেমিতে ব্রাজিল। (Photo Credits: Twitter)

পোর্তো আলেগ্রে, ২৮ জুন: কোপা আমেরিকার (Copa America 2019)-র  সেমিফাইনালে উঠল আয়োজক দেশ ব্রাজিল (Brazil)। গ্রুপ থেকে তৃতীয় হওয়া প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে কোনও রকমে জিতে মুখরক্ষা হল না নেইমারহীন ব্রাজিলের। হতশ্রী ফুটবল খেলে প্যারাগুয়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ে কোনও গোল করতে না পেরে, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতল ব্রাজিল। সেমিফাইনালে উঠে ব্রাজিল এবার আর্জেন্টিনার অপেক্ষায়।

কাল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে হারাতে পারলেই মেসিরা ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবেন ব্রাজিলের বিরুদ্ধে।

আজ ব্রাজিলকে বড় অঘটন থেকে বাঁচালেন গোলকিপার অ্যালিসন (Alisson) বেকার। শিলেভার্টের দেশকে হারানোর নায়ক লিভারপুলের এই তারকা গোলকিপার। যে প্যারাগুয়ে গ্রুপের ম্যাচে কাতারের কাছেও জিততে পারেননি, তারাই আজ দশজনে খেলেও লডাকু মনোভাবের পরিচয় দিয়ে বড় অঘটন ঘটিয়ে দিচ্ছিল। আরও পড়ুন- শামিদের আগুনে পুড়ে গেইলদের পাকাপাকি বিদায়

শেষ অবধি টাইব্রেকারে মান বাঁচল ব্রাজিলের। তবে নেইমারহীন ব্রাজিলকে তাদের হলুদ জার্সিটা ছাড়া মনেই হচ্ছিল না, এই দেশটাকেই ফুটবলের দেশ বলে, যারা পাঁচ পাঁচবার বিশ্বকাপ জিতেছে। ৭০ শতাংশ বল পজিশন রেখেও তিতের দল স্ট্রাইকারদের তিতো পারফরম্যান্সে আটচকে গেলেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিল একটা পেনাল্টি পেয়েছিল। কিন্তু VAR-এর সিদ্ধান্তে সেটি বাতিল হয়। কারণ অবৈধ ফাউলটি পেনাল্টি বক্সের বাইরে ছিল। তবে এই কারণে প্যারাগুয়ের ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়। দেখুন টাইব্রেকারের রোমাঞ্চ--

টাইব্রেকারে ব্রাজিলের ফার্মিনো মিস করলেও, অ্য়ালিসন ব্রাজিলকে জেতান। টাইব্রেকারে ব্রাজিল পাঁচটির মধ্যে চারটি গোল করে, প্যারাগুয়ে পাঁচটির মধ্যে দুটি মিস করে। গ্যাব্রিয়েলের শটে শেষ অবধি দেশের মাটিতে আয়োজিত কোপায় সেমিফাইনালে উঠল ব্রাজিল।