ICC World Cup 2019: ক্যারিবিয়ানদের উড়িয়ে অপরাজিত ভারত সেমিফাইনালের পথে, শামিদের আগুনে পুড়ে গেইলদের পাকাপাকি বিদায়
দুরন্ত জয় ভারতের।(Photo Credits: Getty Image)

ম্যানচেস্টার, ২৭ জুন: বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019) ওয়েস্ট ইন্ডিজ (West Indies) কে ১২৫ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের পথে ভারত (India)। প্রথমে ব্যাট করে ২৬৮ রান করার পর, দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৩ রানে অল আউট করে অপরাজিত তকমা বজায় রাখল ভারত। ৬ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে ভারত এখন পয়েন্ট তালিকায় দু নম্বরে উঠে এল। বাকি তিন ম্যাচে এক পয়েন্ট পেলেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যাবে ভারতের।

বিরাট কোহলি (Virat Kohli)-র দলের রাউন্ড রবীন লিগে আর তিনটি ম্যাচ বাকি থাকল- ইংল্যান্ড (রবিবার), বাংলাদেশ (২ জুলাই) ও শ্রীলঙ্কা (৫ জুলাই)। কোহলিরা যে অপ্রতিরোধ্য ফর্মে আছেন তাতে লিগের খেলায় চ্যাম্পিয়ন হয়েই সেমিতে ওঠার চেষ্টাই করবেন। ভারতের আজকের জয়ে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), হার্দিক পান্ডিয়া (Hardik Pandey) ব্যাট হাতে বড় ভূমিকা নেন। বল হাতে মহম্মদ শামি, জশপ্রীত বুমরা। আরও পড়ুন- হাসিন জাহানের অভিযোগ, মহম্মদ শামি শুধু বেছে বেছে সুন্দরী মহিলাদেরই ফলো করে (দেখুন সেই পোস্ট)

৮২ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হলেন বিরাট কোহলি। ধোনি শেষ বল পর্যন্ত ক্রিজে থেকে দায়িত্ব নিয়ে ৫৬ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে দলের রানকে অনেকটা বাড়িয়ে দেন। ধোনি শেষ ওভারে ১৬ রান নিয়েছিলেন। হার্দিক পান্ডিয়া ৩৮ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। লোকেশ রাহুল ৪৮ রানের ভাল ইনিংস খেলেন। রান পাননি চারে নামা বিজয় শঙ্কর (১৪), কেদার যাদব (৭)। আম্পয়ারের বিতর্কিত সিদ্ধান্তে ব্যক্তিগত ১৮ রানে ক্যাচ আউট হন রোহিত শর্মা।

২৬৮ রান তাড়া করতে নেমে মহম্মদ শামি ও জশপ্রীত বুমরা-র আগুনে স্পেলে ছারখার হয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। শামি ১৬ রান দিয়ে নেন ক্যারিবিয়ান ইনিংসের চারটি গুরুত্বপূর্ণ উইকেট। আফগান ম্যাচের সেরা বুমরা ৬ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। চাহালো দুটি উইকেট নেন। গেইল (৬), সাই হোপ (৫)- শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের দুটি উইকেট তুলে নিয়ে দলকে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন শামি। এরপর বুমরা, হার্দিক-রা বাকি কাজটা সেরে দেন। ১১২ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানদের, সেখান থেকে শেষের দিকে কেমার রোচ, শেলডন কোট্রেলের মত লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দলের রানকে দেড়শোর কাছাকাছি নিয়ে যান। তাতে অবশ্য ক্যারিবিয়ানদের লজ্জার হার রোখা যায়নি।

মহম্মদ শামি পরপর দুটি ম্যাচে ৮ উইকেট নিয়ে নিজের অপ্রতিরোধ্য ফর্মের পরিচয় দিলেন। যেখানে আজ ভুবনেশ্বর কুমার ফিট থাকলে শামির খেলার কথাই ছিল ন।

দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তানের পর এবার বিরাট কোহলির বিজয়রথে চাপা পড়ে গেলেন ক্যারিবিয়ানরা। পাকাপাকিভাবে ক্রিস গেইলদের বিদায় হয়ে গেল চলতি বিশ্বকাপ থেকে।