Bimal Lakra (Photo Credits: X)

Bimal Lakra Health Update: ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন আন্তর্জাতিক হকি খেলোয়াড় বিমল লাকড়ার (Bimal Lakra) অবস্থা এখনও আশঙ্কাজনক। সিমডেগার সদর হাসপাতালে রেখে বিমলের চিকিৎসা চলছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার জন্য খেলোয়াড়কে রাঁচিতে রেফার করেন। বর্তমানে, রাঁচির কুরেস্তা হাসপাতালের আইসিইউতে (ICU) রেখে চিকিৎসা চলছে বিমলের। হাসপাতাল সূত্রে খবর, তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে (Blood Clot in Brain) গিয়েছে। জানা যাচ্ছে, কয়েকদিন ধরে বিমল তাঁর পৈতৃক গ্রাম সিমডেগায় ছিলেন। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ প্রেমিকার জন্মদিনের পার্টিতে মৃত্যু যুবকের, নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গাড়ি ঢুকে পড়ল হোটেলে, পিষে গেল অনেকে

 ICU-তে বিমল লাকড়া, অবস্থা আশঙ্কাজনক

সোমবার একটি মাঠে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় প্রাক্তন আন্তর্জাতিক হকি খেলোয়াড়কে। তাঁকে উদ্ধার করে দ্রুত সিমডেগার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলে। বিভিন্ন পরীক্ষানিরীক্ষার সঙ্গে সিটি স্ক্যানও করা হয়। যেখানেই ৪৫ বছরের প্রাক্তন হকি খেলোয়াড়ের মস্তিষ্কে রক্ত ​​জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। সিমডেগার তাঁর অবস্থার কোন উন্নতি হচ্ছে না দেখে চিকিৎসকেরা তাঁকে রাঁচির কুরেস্তা হাসপাতালে রেফার করেন।

হকি ঝাড়খণ্ডের সহ-সভাপতি এবং সিমডেগা হকি সভাপতি মনোজ কোনবেগি জানান, সোমবার মাঠে গিয়েছিলেন বিমল। সেই মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি।