Hapur Accident (Photo Credits: X)

হাপুর, ১ জুলাইঃ প্রেমিকার জন্মদিনের দিনই মৃত্যু ঘনিয়ে এল যুবকের জীবনে। ৩০ জুন, সোমবার প্রেমিকার জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা গেলেন অজিত পাল নামের এক যুবক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুর জেলায় ৯ নম্বর জাতীয় সড়কের কাছে রাজাজি হাভেলি হোটেলে তরুণীর জন্মদিনের আয়োজন করা হয়েছিল। হোটেল প্রাঙ্গণে চলাফেরা করছিল অন্যান্য লোকজন। এমন সময়ে একটি দ্রুতগতির গাড়ি সিঁড়ি দিয়ে ধেয়ে এসে সটান হোটেল প্রাঙ্গণে ঢুকে পড়ে। বেপরোয়া ওই গাড়িতেই পিষে মারা গিয়েছেন অজিত।

প্রেমিকার জন্মদিনের দিনই গাড়ি চাপা পড়ে মৃত্যু যুবকের

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ফুটেজটিতে দেখা যাচ্ছে, সন্ধ্যায় বিলাসবহুল হোটেলের বাইরে বহু লোকজনের আনাগোনা চলছে। সবাই নিজেদের মধ্যে ব্যস্ত। সেই হোটেলেই অজিতের প্রেমিকার জন্মদিনের পার্টি চলছিল। এমন সময়ে সাজানো গোছানো হোটেল প্রাঙ্গণে চলল কয়েক সেকেন্ডের তাণ্ডব। সিঁড়ির উপর দিয়ে ঝড়ের গড়িতে ছুটে এল সাদা রঙের একটি গাড়ি। সোজা গিয়ে ধাক্কা মারে হোটেলের দেওয়ালে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন কয়েকজন।

নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গাড়ি ঢুকে পড়ল হোটেলে

অনিয়ন্ত্রিত গাড়িটি অজিত পাল সহ আরও চারজনকে ধাক্কা দেয়। অজিত ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজন আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাএয়া হয়েছে। জানা যাচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।