Virat Kohli and Krunal Pandya (Photo Credit: RCB/ X)

IPL 2025: টানা বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালরু (Bengaluru)। ভারী বৃষ্টির ফলে জল জমে থাকায় বাগিচার শহরের রাস্তায় এখন কোমর সমান জল, চলছে নৌকাও। এমন অবস্থায় আইপিএলের ম্যাচ সরল বেঙ্গালুরু থেকে। আগামী শুক্রবার, ২৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সান রাইজার্স হায়দরাবাদ ম্যাচটি আয়োজিত হবে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের একানা স্টেডিয়ামে। তার মানে কোহলিরা লিগ পর্বে তাদের শেষ দুটি ম্যাচই এবার লখনৌয়ে খেলবে-২৩ মে হায়দরাবাদ ও ২৭ মে লখনৌয়ে।

শনিবার বেঙ্গালুরুতে কোহলি বনাম রাহানে ব্রিগেডের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল

এর আগে গত শনিবার প্রবল বৃষ্টির কারণে আরসিবি বনাম কেকেআর ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে একটা বলও খেলা হয়নি, হতে পারেনি টসও। বিরাট কোহলিরা ইতিমধ্যেই প্লে অফে উঠে গিয়েছেন। তবে এরপরেও বিরাটদের কাছে শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

একটা ম্যাচ ভেস্তে গেলে সম্প্রচারকারী সংস্থার ক্ষতি হয় ১০৭ কোটি টাকা

আইপিএলে রেকর্ড অর্থে সম্প্রচার স্বত্ত্ব বিক্রি হয়েছে। আইপিএলের একটি ম্যাচের পিছনে গড়ে ১০৭ কোটি টাকারও বেশী অর্থ সম্প্রচারকারী সংস্থারা বোর্ডকে দেয়। তাই একটা ম্যাচ ভেস্তে গেলে বিপুল ক্ষতি হয়। কারণ খেলা না হলে বিজ্ঞাপন দেখানোর সুযোগ হয় না। সেটাই আটকাতে এবার বৃষ্টির সম্ভাবানা থাকলেই হোম টিমের ইচ্ছায় ম্যাচের ভেন্যু বদলে দেওয়ার রীতি শুরু হল। এবার আইপিএলের ফাইনালও কলকাতা থেকে সরিয়ে নেওয়ার পিছনে বৃষ্টির কথাই বলা হচ্ছে।