Mukesh Kumar. (Photo Credits: Twitter)

Bengal vs Kerala: বছরের শেষদিন বাংলার ক্রিকেট ও ফুটবলের প্রতিপক্ষ কেরল। বিজয় হাজারে ট্রফির গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলা ক্রিকেট দল ও কেরল।অন্যদিকে, আজ, সন্ধ্যা সাড়ে ৭টায় সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের বিরুদ্ধে নামছে বাংলা ফুটবল দল। ক্রিকেটে কেরলের বিরুদ্ধে দারুণ জয় পেল বাংলা। কেরলকে ২৪ রানে হারিয়ে চলতি বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)-তে তাদের তৃতীয় জয় পেলেন সুদীপ ঘরামিরা। চার ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে চলে গেল বাংলা ক্রিকেট দল। এবার কি ফুটবলে সন্তোষজনক ফলের পালা বাংলার?

বিজয় হাজারে ট্রফির গ্রুপে তাদের চতুর্থ ম্যাচে কেরলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বাংলা করেছিল ৯ উইকেটে ২০৯ রান। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে একেবারে চাপে পড়ে গিয়েছিল বাংলা। সেখান থেকে আট নম্বরে নেমে প্রদীপ্ত প্রামাণিক ৮২ বলে ৭৪ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেলেন। প্রদীপ্তকে যোগ্য সঙ্গত দেন সুমন্ত গুপ্ত (২৪) ও ৯ নম্বরে নামা কৌশিক মাইতি (২৭)। অষ্টম উইকেটে প্রদীপ্ত-সুমন্ত জুটির ৬৯ রানের পার্টনারশিপের সৌডন্য বাংলার স্কোর ২০০ পাড় হয়। রান পাননি অধিনায়ক সুদীপ ঘরামি (৪), অভিষেক পোড়েল (৮), সুদীপ চ্যাটার্জি (১৩), অনুষ্টুপ মজমুদার (৯)-রা। ধীরগতির ইনিংস খেলে লড়ার চেষ্টা করেন কনিষ্ক শেঠ (৬০ বলে ৩২)।

জবাবে ব্যাট করতে নেমে ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও জয়ের দিকেই এগিয়ে নিয়েছিলেন সলমন সলমন নিজার, মহম্মদ আজহারউদ্দিন। কিন্তু আচমকাই মিজল অর্ডারের ধসে চাপা পড়ে গেল কেরল। ৩ উইকেটে ১৪৩ রানে থেকে ১৬৯ রানে ৮ উইকেট হারিয়ে বসে সঞ্জু স্যামসনহীন কেরল। ২৬ রানের মধ্যে পাঁচ উইকেট খুইয়ে ম্যাচ হেরে বসে দক্ষিণের সুন্দর রাজ্য। একেবারে শেষের দিকে লড়ছিলেন শারাফুদীদিন ও আদিত্য শারওয়াতে। কিন্তু শেষের কাজটা করে ফেলেন সায়ন ঘোষ। কেরলের ইনিংসের শেষ তিনটি সহ ম্যাচে মোট ৫টি উইকেট নেন সায়ন। কেরলের ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট সলমন নিজার (৪৯)-কে আউট করেন মুকেশ কুমার। শেষ অবধি ৪৬.৫ ওভারে ১৮২ রানে অল আউট হয়ে যায় কেরল। ব্যাট হাতে ৭৪ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি বল হাতে ১০ ওভারে ৩৫ রানে ১টি উইকেটের ভাল স্পেলের কারণে ম্যাচ সেরা হলেন প্রদীপ্ত প্রামাণিক।

চার ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে উঠল বাংলা। সমসংখ্যক ম্যাচে দুই নম্বরে থাকা মধ্যপ্রদেশের পয়েন্ট ১০। ৭ দলের গ্রুপে বাংলার শেষ দুটি ম্যাচ বিহার (৩ জানুয়ারি) ও মধ্যপ্রদেশ (৫ জানুয়ারি)-র বিরুদ্ধে। চলতি বিজয় হাজারে ট্রফিতে দিল্লি, বরোদা ও কেরলকে হারায় বাংলা। তবে ত্রিপুরাকে ২০১ রানে অল আউট করেও বৃষ্টি এসে ম্যাচ ভেস্তে যাওয়ায় বাংলার দ্বিতীয় খেলাটি ড্র হয়।