Bengaluru Incident (Photo Credit: X)

বেঙ্গালুরু, ৩ জানুয়ারি: বেঙ্গালুরুতে চলন্ত অটো (Auto) থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। বার বার বলা সত্ত্বেও চালক যখন তাঁর নির্দেশিত রাস্তায় না গিয়ে অন্যদিকে চলতে থাকেন, তখন চিৎকার করেন ওই তরুণী। মত্ত অটো চালক অন্য রাস্তায় গাড়ি ঘোরালে, ঝাঁপ দেন তরুণী। চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে বড়সড় বিপদের হাত থেকে ওই তরুণী নিজেকে রক্ষা করেন বলে খবর।

যদিও ওই তরুণী অফিসিয়ালি কোনও অভিযোগ দায়ের করেননি। তবে তাঁর স্বামী আজাহার খান নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বিবরণ দেন। নিজের ট্যুইটে বেঙ্গালুরু সিটি পুলিশকে ট্যাগ করেন আজাহার। সেখানেই আজাহার অভিযোগ করেন, তাঁর স্ত্রী যে অটোতে উঠেছিলেন, সেই চালক মদ্যপ ছিলেন। মত্ত অবস্থাতেই তিনি গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেন ওই ব্যক্তি।

ট্যুইটার হ্যান্ডেলে সরব হন ওই মহিলার স্বামী...

 

নমো যাত্রী অ্যাপের মাধ্যমে ওই তাঁর স্ত্রী অটো বুক করেছিলেন। পূর্ব বেঙ্গালুরুর হোরামাভু থেকে থানিসান্দ্রায় তাঁর যাওয়ার কথা ছিল। অটো চালককে বার বার বলা সত্ত্বেও তিনি হেব্বালের দিকে গাড়ি ঘুরিয়ে নেন। এরপরই ভয়ে, আশঙ্কায় চলন্ত অটো থেকে রাস্তায় ঝাঁপ দেন ওই মহিলা যাত্রী।