এলাকার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মেরে ফেলার হুমকি দেওয়া হল। বাড়ির সামনে থেকে উদ্ধার হল হুমকি পোস্টার থেকে শুরু করে অন্ত্যোষ্টি ক্রিয়ার সামগ্রী। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই ওই জিনিসপত্রগুলি উদ্ধার করেছে। এছাড়া ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। যদিও কে বা কারা এগুলি রেখে গিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পঞ্চায়েত সদস্য মণিরুল শেখ এদিন সকালে বাড়ির দরজা খুলে কিছুটা এগিয়ে পুরোনো বাড়ির সামনে গিয়ে দেখে তাঁর ছবিসহ একটি পোস্টার ঝুলছে, সেটাতে আবার লাল দাগ দিয়ে কাটা রয়েছে। লেখা রয়েছে মৃত্যুর পর আল্লাহর কাছে প্রত্যাবর্তন। আর সামনে রয়েছে গুলির খোল, আতর, গোলাপ সহ অন্ত্যোষ্টি ক্রিয়ার সামগ্রী। আর এই ঘটনা সামনে আসার পর থেকেই আতঙ্কে ওই তৃণমূল নেতা ও তাঁর পরিবারের সদস্যরা।