নিউ ইয়র্ক: ভারতের তরফে সন্ত্রাসবাদী (India’s designated) হিসেবে ঘোষণা করা খালিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুন (Khalistani Terrorist Gurpatwant Singh Pannun) জীবিত (alive) আছে। আর এখন বহাল তবিয়তে আমেরিকার নিউইয়র্ক (New York) আছে এই কথা জানিয়ে বৃহস্পতিবার কানাডা (Canada), আমেরিকা (USA), অস্ট্রেলিয়া (Australia) ও ব্রিটেনে (UK) থাকা ভারতীয় কূটনীতিবিদদের (Indian diplomats) নয়া হুমকি দিল এই ওয়ান্টেড জঙ্গি।
শিখস ফর জাস্টিস (Sikhs For Justice) নামে খালিস্তানের সমর্থনে লড়াই চালানোর জন্য একটি সংগঠন তৈরি করেছে গুরপতবন্ত। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টার থেকে প্রকাশ করা একটি ভিডিয়ো বার্তায় (video message) সে হুমকি দিয়ে বলে, "হ্যাঁ, আমরা নিজ্জার হত্যার (assassination of Nijjar) জন্য আমেরিকা, কানাডা, ব্রিটেন, ইতালি এবং অস্ট্রেলিয়ায় কর্মরত ভারতীয় কূটনীতিক সান্ধু-বর্মা-দোরাইস্বামী-মালহোত্রা ও ভোহরাকেই দায়ী করব।" আরও পড়ুন: Russia: পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের পর ফের রাশিয়ায় ফিরলেন ওয়াগনর প্রধান
Confirming that he is alive and in #NewYork, India’s designated terrorist #GurpatwantSinghPannun on Thursday issued a fresh threat to Indian diplomats in #Canada, the #US, #Australia and the #UK.
Pannun, who founded Sikhs For Justice (SFJ), released a video message from UN… pic.twitter.com/STRbqB8QB1
— IANS (@ians_india) July 6, 2023