বরোদা, ২৩ ডিসেম্বর: একেবারে অবিশ্বাস্য মনে হলেও সত্য়ি। মহিলাদের ওয়ানডে ক্রিকেটের (Senior Women's One Day Trophy) কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ৩৯০ রান তাড়া করে জিতল বাংলা। মহিলাদের লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশী রান তাড়া করে জেতার রেকর্ড গড়লেন তনুশ্রী সরকার-রা। রাজকোটে মহিলাদের সিনিয়র ওয়ানডে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে শেফালি ভর্মার নেতৃত্বে খেলা হরিয়ানা করে ৫ উইকেটে ৩৮৯ রান। জাতীয় দল থেকে বাদ পড়া শেফালি এদিন ১১৫ বলে ১৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। কিন্তু সাইকা ইশাকের নেতৃত্বে খেলা বাংলার ক্রিকেটারদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেফালির রেকর্ড ইনিংসও বৃথা গেল। রেকর্ড রান তাড়া করে জিতে সেমিফাইনালে উঠল বাংলা মহিলা ক্রিকেট দল।
অবিশ্বাস্য ইনিংস তনুশ্রী, প্রিয়াঙ্কার
জবাবে ব্যাট করতে নেমে তনুশ্রী সরকার ও প্রিয়াঙ্কা বালার দুরন্ত ইনিংসে ভর করে পাঁচ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জিতল বাংলা মহিলা ক্রিকেট দল। পাহাড় প্রমাণ রানের চাপ নিয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে তনুশ্রী ৮৩ বলে ১১৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। আর পাঁচে নেমে উইকেটকিপার-ব্যাটার প্রিয়াঙ্কা ৮১ বলে ৮৮ রানের ইনিংস খেলেন।
দেখুন বাংলার ব্যাটিংয়ের স্কোরবোর্ড
রান তাড়া করতে নেমে বাংলা মহিলা দলের দুই ওপেনার ধারা গুজ্জার ও ষষ্ঠী মণ্ডল ৫৫ বলে ১০০ রানে পার্টনারশিপ করে দলকে মজবুত ভিতে দাঁড় করান। ধারা ব্যক্তিগত ৬৯ (৪৯ বলে) ও ষষ্ঠী ৫২ রানে (২৯ বলে) আউট হন। শেষের দিকে প্রিয়াঙ্কা বালা-কে ভাল সঙ্গ দেন প্রতিভা (২৮) ও হর্ষিতা বসু (১১ অপরাজিত)।
৩৯০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা বাংলা মহিলা দলের চতুর্থ উইকেটে তনুশ্রী ও প্রিয়াঙ্কার করা ৮৯ রানের ১১১ রানের পার্টনারশিপ বাংলাকে জয়ের লক্ষ্যের দিকে অনেকটাই পৌঁছে দেয়। এরপর প্রতিভা ও হর্ষিতা-কে নিয়ে প্রিয়াঙ্কা দলকে সেমিফাইনালে তোলেন।
শেফালির নজির গড়া ইনিংস বৃথা গেল
হরিয়ানা এদিন ওপেনিং পার্টনারশিপে ১৭২ রান করেছিল। শেফালি একাই ২২টি বাউন্ডারি ১১টি ছক্কা হাঁকান। অপর ওপেনার রিমা সিসোদিয়া ৫৮ রান করেন।