Rishabh Pant: পন্থকে আইপিএল চুক্তির পুরো ১৬ কোটিই দেবে বোর্ড
Rishabh pant on sand sculpture Photo Credit: Twitter@CricCrazyJohns

উত্তরাখণ্ডের ভয়াবহ দুর্ঘটনায় এখনও হাসপাতালে চিকিতসা চলছে ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের (Rishab Pant)। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম পন্থ আবার কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন তার কোনও ঠিক নেই। তবে দিল্লির তারকা উইকেটকিপার-ব্যাটার যে চলতি বছর আইপিএলে খেলতে পারবেন না তা মোটের ওপর নিশ্চিত। কারণ তাঁর চোট যে জায়গায় তাতে মে মাসের আগে মাঠে ফেরা কার্যত অসম্ভব।

আইপিএলে না খেলতে পারলে স্বাভাবিকভাবেই চুক্তির টাকা পাওয়ার কথা নয় পন্থের। কিন্তু মানবিকতার পরিচয় দিয়ে বিসিসিআই পন্থ তাঁর আইপিএল চুক্তির পুরো ১৬ কোটি টাকাই দেবে। আরও পড়ুন-ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরা

দেখুন টুইট

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ ১৬ কোটি টাকার চুক্তিতে আইপিএল খেলছেন। শুধু আইপিএলেরই নয়, পন্থের সঙ্গে বোর্ডের সেন্ট্রাল কন্ট্র্যাক্টের পুরো অর্থও দিয়ে দেওয়া হবে। দেরাদুনের হাসপাতাল থেকে উড়িয়ে মুম্বই এনে পন্থের চিকিতসার সব দায়িত্ব ও অর্থ খরচের ব্যবস্থাও বিসিসিআই করছে। সব মিলিয়ে পন্থের পাশে পুরোপুরিভাবে দাঁড়াচ্ছে বোর্ড।