দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Burah)। মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বুমরাকে টিম ইন্ডিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। অনেকেই আশায় বুক বেঁধেছিলেন, ভারতের সেরা পেসার বুমরাকে চার মাস পর অসমে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে দেখা যাবে। কিন্তু অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বুমরাকে নিয়ে তাড়াহুড়ো করে ঝুঁকি নিতে রাজি হল না বিসিসিআই। চোট সারিয়ে স্কোয়াডে ফেরানো হলেও বোর্ড চাইছে না বুমরা এখনই ম্য়াচ খেলতে নেমে পড়ুন। বুমরার ফিটনেস নিয়ে আরও একটা কিছুটা সময় নিতে টিম ম্যানেজমেন্টকে জানাল বোর্ড।
ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বুমরা খেলছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২৯ বছরের গুজরাটের তারকা পেসারকে খেলতে দেখা যেতে পারে। বুমরা শেষবার দেশের হয়ে ওয়ানডে ম্যাচে খেলেন গত বছর ১৪ জুলাই, লর্ডসে। ৫০ ওভারের ক্রিকেটে বুমরাকে খেলতে দেখার অপেক্ষা আরও বাড়ল। আরও পড়ুন-হকি বিশ্বকাপের উদ্বোধনের সাজে সেজে উঠেছে ওড়িশার কটক শহর (দেখুন সেই ছবি)
দেখুন টুইট
Just in: Jasprit Bumrah has been pulled out of the ODIs against Sri Lanka, with the BCCI deciding to not rush him into action after injury, according to Cricbuzz.
He had earlier been added to the ODI on the recommendation of the all-India selection committee.#INDvSL pic.twitter.com/Xg2azobsCj
— Wisden India (@WisdenIndia) January 9, 2023
গত বছর এশিয়া কাপ থেকে চোট থেকে ছিটকে যাওয়ার পর টি-২০ বিশ্বকাপের আগে বুমরাকে তাড়াহুড়ো করে কার্যত হাফ ফিট অবস্থাতেই বুমরাকে মাঠে নামানো হয়। টি-২০ বিশ্বকাপের মুখে বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাখাপত্তনাম ম্যাচে ফের চোট পান। ফলে বুমরাকে টি-২০ বিশ্বকাপে পায়নি টিম ইন্ডিয়া। যে কারণে বুমরাকে আবার তাড়াহুড়ো করে মাঠে নামিয়ে একই ভুল আবার করতে চায় না বোর্ড।