টেক্সাস, ২৬ জুলাই: এল ক্লাসিকোয় (EL Classico) জয়ের পর এবার ইতালির জুভেন্তাসের(Juventus) বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামছে বার্সেলোনা (Barcelona)। ভারতীয় সময় বুধবার, সকাল ৬টা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালস বোল স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। প্রাক মরসুম প্রীতি ম্যাচে প্রথমে ওলটের বিরুদ্ধে ড্র করার পর, ইন্টার মিয়ামি ও রিয়াল মাদ্রিদকে হারায় বার্সা। অন্যদিকে, জুভেন্তাস তাদের দ্বিতীয় প্রাক প্রীতি ম্যাচে নামছে। প্রথম ম্যাচে জুভেন্তাস গুয়াদালাজারা-কে হারায় ২-০ গোলে।
আমেরিকার টেক্সাসে বার্সালোনা বনাম জুভেন্তাস প্রীতি ম্যাচটি আয়োজিত হবে ২৭ জুলাই, বুধবার ভারতীয় সময় সকাল ৬টা থেকে। আরও পড়ুন- চোট পেয়ে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া
দেখুন টুইট
Barcelona vs Juventus Live Stream Free, TV channel, start time, Team News and how to watch Soccer Champions Tour 2022 Match stream online.
🆚Barcelona vs Juventus
🗓27 July 2022
🕑00:30 UTC
🏟The Cotton Bowl Stadium#SoccerChampionsTour2022 #Barcelona #Juventus #FriendlyMatch pic.twitter.com/RwmnRvdOgY
— Barcelona vs Juventus Live Stream (@fcbarcelonauktv) July 24, 2022
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল টেন এসডি/এইচডি-তে সরাসরি দেখা যাবে খেলা। খেলা শুরু বুধবার সকাল ৬টা থেকে। সোনি লিভ ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে ম্যাচ।