Football. (Photo Credits: Getty Images)

রোম, ২০ মার্চ: আট বছর পর বিশ্বকাপের মূলপর্বে ওঠার হাতছানি ইউরো চ্যাম্পিয়ন ইতালির। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল ট্রফির বিচারে ইউরোপীয়ান ফুটবলের সেরা এই দেশ। এবারও কোয়ালিফিকেশন রাউন্ড থেকে সরাসরি মূলপর্বে ওঠার সুযোগটা হাতছাড়া করেছে ইতালি। যোগ্যতাপর্বের প্রথম রাউন্ডে সুইজারল্যান্ডের কাছে পিছিয়ে থেকে গ্রুপে দ্বিতীয় হয়ে এখন প্লে অফে খেলতে হচ্ছে ইতালিকে।

আগামী বৃহস্পতিবার রাতে প্লে অফে-র সেমিফাইনালে ইতালির সামনে নর্থ ম্যাসোডোনিয়া। সেই ম্যাচের জন্য গড়া আজুরিদের দলে ঠাঁই হল না তারকা স্ট্রাইকার মারিও বালোতিল্লি-র। কদিন আগে তাঁকে ইতালির আবাসিক শিবিরে ডাকা হয়েছিল। আরও পড়ুন: এবার ১২০টি দেশ থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখা যাবে আইপিএল

করোনা আক্রান্ত হওয়ায় ইতালি পাচ্ছে না দলের তারকা মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলি-কে। নর্থ ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে জিতলে ফাইনালে ইতালির সামনে পর্তুগাল অথবা তুরস্ক। ২৪ মার্চ, পর্তোয় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল-তুরস্ক। এই চারটি দেশের মধ্যে থেকে কোনও একটা দেশ কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলবে।