দাদু মারা গেছেন খবর পেয়েও খেললেন এরিক গার্সিয়া। (ছবি-টুইটার থেকে)

মাদ্রিদ, ২২ অগাস্ট: লিওনেল মেসির অনুপস্থিতিটা টের পাচ্ছে বার্সেলোনা (Barcelona)। শনিবার রাতে লা লিগায় (La Liga) অ্যাথলিটক ক্লাবের কাছে আটকে গেল বার্সা। লা লিগায় তাদের দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বার্সেলোনা। ম্যাচের ৫০ মিনিটে ইনগো মার্টিনেজের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। ছন্দহীন ফুটবল খেলতে থাকেন পিকে, গ্রিয়েজম্যানরা। এরপর ম্যাচের ৭৫ মিনিটে বার্সাকে সমতায় ফেরান মেমফিস দিপে। আরও পড়ুন:মেসির অভিষেক হয়তো ২৯ অগাস্ট, কেন এখন এমএল১০-কে মাঠে নামতে মরিয়া পিএসজি!

এরপর তিন পয়েন্ট পাওয়ার মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয় স্পেনের এই জায়েন্ট ক্লাব। বরং খেলার একেবারে শেষ দিকে লাল কার্ড দেখেন বার্সার এরিক গার্সিয়া।

প্রসঙ্গত, লা লিগার প্রথম ম্যাচে ঘরের মাঠে গত রবিবার রিয়াল সোসিদায়াদকে ৪-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা। বার্সার পরবর্তী ম্যাচ ২৯ অগাস্ট গেটাফের বিরুদ্ধে। সেই দিনই আবার পিএসজি-র জার্সিতে অভিষেক হওয়ার কথা মেসির