Argentina in India: আগামী নভেম্বরে প্রীতি ম্য়াচ খেলতে ভারতে আসছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল (Argentina National Football Team)। এই খবর আগেই জানা গিয়েছিল। কিন্তু আর্জেন্টিনা ভারতে এসে কোথায়, কাদের বিরুদ্ধে খেলবে তা জানানো হয়নি। এবার আগামী ১০-১৮ নভেম্বর অ্য়াঙ্গোলা ও ভারতে লিওনেল মেসিদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, ও স্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে চলেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা (Argentine Football Association)। লাতিন আমেরিকা ২০২৬ বিশ্বকাপের যোগ্যতাপর্বে খেলা শেষ করার পর আর্জেন্টিনা এবার বেশ কয়েকটি প্রীতি ও প্রস্তুতি ম্য়াচ খেলতে চলেছে। ২০২৬ বিশ্বকাপের আগে মেসিদের প্রীতি ম্যাচ খেলার শুরুটা হচ্ছে আগামী ১১ ও ১৪ অক্টোবর যথাক্রম ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোরর বিরুদ্ধে। এরপরই প্রীতি ম্যাচ খেলতে অ্যাঙ্গোলা ও ভারতের যাবেন মেসিরা।
খুব সম্ভবত, ১৬ অথবা ১৭ নভেম্বর কোচির জওহরলাল স্টেডিয়ামেই খেলতে চলেছে আর্জেন্টিনা। আর সেই ম্য়াচে মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র বা কাতার। আর্জেন্টিনা ফুটবল সংস্থা এই ব্যাপারে দিন কয়েকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে। আর্জেন্টিনা চাইছে ডোনাল্ড ট্রাম্পের দেশের সঙ্গে খেলতে বেশি আগ্রহী। যেহেতু ট্রাম্পের দেশেই হতে চলেছে আগামী বছর বিশ্বকাপ, তাই তাদের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সারতে চাইছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কাতার মেসিদের বিরুদ্ধে খেলার জন্য বিপুল অর্থের প্রস্তাব দিয়েছে বলে খবর। তাই ভারতের মাটিতে আর্জেন্টিনা বনাম কাতার ম্য়াচের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষবার লিওনেল মেসি শেষবার ভারতের মাটিতে খেলেছিলেন ২ সেপ্টেম্বর ২০১১ সালে, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) ভেনেজুয়েলার বিরুদ্ধে। সেই ম্যাচে মেসিরা ২-০ গোলে জিতেছিলেন।
ভারতে আসার আগে অ্য়াঙ্গোলায় যাবে আর্জেন্টিনার ফুটবল দল। আগামী ১১ নভেম্বর আঙ্গোলার রাজধানী লুয়েন্ডার বেলাসে '১১দ্য নভেম্বরো স্টেডিয়াম' (11 de Novembro Stadium)-এ খেলবে আর্জেন্টিনা। সেই দিন অ্য়াঙ্গোলার ৫০তম স্বাধীনতা দিবস। দেশের ৫০তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে তাদের সবচেয়ে বড় স্টেডিয়ামে মেসিদের বিরুদ্ধে খেলবে অ্য়াঙ্গোলা। আফ্রিকার এই দেশের ফিফা ব়্যাঙ্কিং এখন ৮৯। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের মূলপর্বে খেলে মেক্সিকো ও ইরানকে রুখে দি জাতীয় দল। দিয়েছিল অ্য়াঙ্গোলা। সেটাই ছিল আফ্রিকার এই দেশের এখনও পর্যন্ত প্রথম ও শেষ বিশ্বকাপ।