Messi Returns Argentina: বিশ্বকাপ জিতে দেশে ফেরা মেসিদের স্বাগত জানাতে আর্জেন্টিনায় জাতীয় ছুটি, বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে উন্মাদনা আবেগের বাঁধ ভাঙল, দেখুন ভিডিয়ো
Argentina Right Now. (Photo Credits:Twitter)

দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটল। ফুটবলে ফের বিশ্বসেরা হল আর্জেন্টিনা (Argentina)। দিয়েগো মারাদোনার পর লাতিন আমেরিকার সুন্দর এই দেশে বিশ্বকাপ নিয়ে এলেন লিওনেল মেসি। আর কাতার থেকে বিশ্বকাপ জিতে ফেরা মেসিদের দেশে স্বাগত জানাতে যাতে সবাই উপস্থিত থাকতে পারেন তাই জাতীয় ছুটির ঘোষণা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ।

কাতার থেকে বিশেষ বিমানে বিশ্বকাপের ট্রফি নিয়ে এদিন স্থানীয় ভোর চারটে নাগাদ দেশে ফেরেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারা। লক্ষ লক্ষ মানুষ মেসি, দি মারিয়া, মার্টিনেজদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকেন। বিমানবন্দর থেকে বেরিয়ে হুডখোলা বাসে চড়ে মেসি, দি মারিয়ার গোয়া বুয়েনস আইরস শহর ঘোরেন। আরও পড়ুন-এবার নজরে আইপিএলের মিনি নিলাম

দেখুন ভিডিয়ো

বিশ্বজয়ীদের বাসের সামনে পিছনে লক্ষ লক্ষ মানুষ ভামোস ভামোস স্লোগান দিতে দিতে এগিয়ে যেতে থাকেন। রাস্তার ধারে দাঁড়িয়ে মেসিদের দিতে ফুল ছুঁড়ে দেন সে দেশের ফুটবল ভক্ত, সাধারণ মানুষরা।

দেখুন ভিডিয়ো

কাতারের লুসেইল স্টেডিয়ামে রবিবার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর খেতাব জেতে আর্জেন্টিনা। নিজের পঞ্চম বিশ্বকাপে খেলতে নেমে মেসি অবশেষে বিশ্বকাপের ট্রফি জিতলেন। এবার নিয়ে আর্জেন্টিনা মোট তিনবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল।

দেখুন এক মেসি ভক্তের পাগলামো

এর আগে শেষবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে দিয়েগো মাারদোনার নেতৃত্বে। প্রথমবার আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় ১৯৭৮ সালে। নিজেদের দেশে আয়োজিত ৭৮ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসে হারিয়ে কাপ জিতেছিল আর্জেন্টিনা। ২০১৪ ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে রানার্স হয়েছিল আর্জেন্টিনা। ১৯৯০ ইতালিতে আয়োজিত বিশ্বকাপেও আর্জেন্টিনা ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স হয়েছিল।