Anshul Kamboj: বুধবার থেকে ম্য়ানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জাতীয় দলের হয়ে অভিষেক হতে চলেছে অনসুল কাম্বোজের। হরিয়ানার তারকা পেসার কাম্বোজ গত বছর রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট তুলে নেওয়ার নজির গড়েছিলেন। এজবাস্টন টেস্টের হিরো আকাশদীপের চোট থাকায়, বুমরা-সিরাজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে কপিল দেবের রাজ্যের কাম্বোজ-কে শুভমন গিলদের দলে দেখা যেতে পারে। এম এস ধোনি মজা করে কাম্বোজকে ডাকেন একে ৪৭ নামে। ইংল্যান্ডে এ দলের হয়ে করা কাম্বোজের বোলিং দেখে কোচ গৌতম গম্ভীরের নজরে আসেন। এরপর আর্শদীপ সিং চোট পেয়ে ছিটকে যাওয়ায় গম্বীর-গিলের কথা শুনেই নির্বাচকরা কাম্বোজকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে যোগ করেন। এবার আকাশদীপের চোটে সরাসরি জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় কপিল দেবের রাজ্যের ২৪ বছরের পেসার। প্রসিধ কৃষ্ণার থেকে কাম্বোজকেই নিয়ে নেমে সিরিজে সমতায় ফেরার আশায় টিম ইন্ডিয়া।
ম্য়ানচেস্টারে ভারতের পেস আক্রমণ- বুমরা, সিরাজ, কাম্বোজ, শার্দুল
অন্যদিকে, জিমে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় সিরিজ থেকে ছিটকে যাওয়া পেসার-অলরাউন্ডার নীতীশ রেড্ডির পরিবর্তে ম্য়ানচেস্টারে প্রথম একাদশে ফিরছেন শার্দুল ঠাকর। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট লিডসে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে লিডস টেস্টে প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি শার্দুল। আর দুই ইনিংসেই ব্যাট হাতে এক অঙ্কের রানে আউট হন। তবে দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট পেয়েছিলেন। লিডসে তেমন কিছু করতে না পারায় এজবাস্টন ও লর্ডস টেস্টে আর খেলার সুযোগ পাননি শার্দুল। তাঁর জাগয়া পেসার-অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি-কে সুযোগ দেওয়া হয়। এবার নীতীশ ছিটকে যাওয়ায় শার্দুল ফিরছেন।
দেখুন দলের ক্রিকেটারদের সঙ্গে গ্লাভস পরে প্র্যাকটিশ করলেন পন্থ
Rishabh Pant with the big gloves. Injured finger well taped and he looks good pic.twitter.com/VYNsOkuxKg
— Sahil Malhotra (@Sahil_Malhotra1) July 21, 2025
করুণ নায়ার নাকি সাই সুদর্শন!
ঋষভ পন্থের হাতের চোট নিয়ে সংশয় ছিল। শোনা যাচ্ছিল, চতুর্থ টেস্টে পন্থ স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলবেন, আর উইকেটের পিছনে থাকবেন ধ্রুব জুরেল। তবে পন্থ এদিন গ্লাভস হাতে কিপিং প্র্যাক্টিশ করার পর জুরেলের খেলার জল্পনা কমল। করুণ নায়ারের পরিবর্তে সাই সুদর্শনের খেলার সম্ভাবনাও আপাতত কম। তবে কোচ গৌতম গম্ভীর চাইছেন, তিনে করুণের পরিবর্তে সাইকেই। কিন্তু গিলের চাইছেন করুণকে আরও একবার সুযোগ দিতে। লিডসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন সাই। দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াই করলেও বাদ পড়েন। এরপর এজবাস্টন ও লর্ডসে তিন নম্বরে ব্যাট করতে নেমে করুণ নায়ার করেন যথাক্রমে ৩১, ২৬, ৪০ ও ১৪ রান। চলতি সিরিজে ৬টি ইনিংস মিলিয়ে করুণ করেছেন মোট ১৩১ রান, গড় ২২-র কাছাকাছি।