মাদ্রিদ, ৫ মে: নোভাক জোকোভিচের (Novak Djokovic) বিরুদ্ধে ম্যাচের আগে অসুস্থতার কারণ দেখিয়ে মাদ্রিদ ওপেন (Madrid Open 2022) থেকে সরে দাঁড়ালেন ব্রিটেনের অ্যান্ডি মারে (Andy Murray)। টুর্নামেন্ট আয়োজকরা বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। কানাডার ডেনিস শাপোভালভকে ৬-১, ৩-৬,৬-২ সেটে হারিয়ে মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে ছিলেন ৩৪ বছর বয়সি মারে। প্রথম রাউন্ডে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমতে তিনি হারিয়েছিলেন।
দুই রাউন্ডে দুর্দান্ত জয়ের পরে তৃতীয় রাউন্ডে আজ বিশ্বের এক নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচের বিরুদ্ধে লড়াই করার কথা ছিল তিনটি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মারের। কিন্তু ম্যাচের আগেই তিনি সরে দাঁড়ানোর কথা আয়োজকদের জানিয়ে দেন। টুর্নামেন্টের আয়োজকরা সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, "দুর্ভাগ্যবশত, অ্যান্ডি মারে অসুস্থতার কারণে মানোলো সান্তানা স্টেডিয়ামে যেতে পারছেন না। আন্দ্রে রুবলেভ এবং ড্যানিয়েল ইভান্স সেন্টার কোর্টে দিনের খেলা শুরু করবেন।" আরও পড়ুন: Boria Majumdar: ঋদ্ধিমান কাণ্ডে বোরিয়া মজুমদারকে দু বছর নিষিদ্ধ BCCI-র, নির্দেশ জারি বোর্ডের
ওয়াকওভার পেয়ে যাওয়াতে জোকোভিচ সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন। পরের ম্যাচে তিনি হুবার্ট হুরকাজ এবং দুসান লাজোভিচের মধ্যে একজনের মুখোমুখি হবেন।