কানাডায় থাকা গ্যাংস্টার সুখদুল সিংয়ের খুনের দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে সুখদুল সিংকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়। রিপোর্টে প্রকাশ, কানাডার উইনিপেগ শহরে গোষ্ঠীদ্বন্দ্বে নিহত হয় সুখদুল সিং। একটি ফেসবুক পেজের তরফে যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে নেওয়া হয় গ্যাংস্টার খুনের দায়ভার। প্রসঙ্গ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে সলমন খানকেও একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়। এমনকী কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমন খান ক্ষমা না চাইলে, অভিনেতাকে ছাড়া হবে না বলেও দেওয়া হয় হুমকি।

প্রসঙ্গত গত ১৯ জুন কানাডার সুরেতে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং সুরে নিহত হয়, তেমনি উইনিপেগে একইভাবে খুন হয় সুখদুল সিং।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)