টোল প্লাজাতে গাড়ি এসে দাঁড়ালে তাঁর টোল চাওয়াটা সাধারণ ব্যাপার, কিন্তু টোল চাইতে গিয়ে যে জীবনহানির সম্মুখীন হতে হবে তা হয়ত কাশী টোল প্লাজার মহিলা কর্মীটি ভাবেননি। গতকাল রাতে এরকমই একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ের কাশী টোল প্লাজায়। টোল প্লাজার নির্দিষ্ট লেনে দিল্লি থেকে আসা একটি গাড়িতে ফাস্ট্যাগ না থাকায়  সেই গাড়ি থেকে টোল চান কর্তব্যরত এক মহিলা কর্মচারী। এরপর টোল না দিয়ে হঠাৎই ওই  গাড়ি টোল প্লাজার ওই মহিলা কর্মচারীকে ধাক্কা মেরে গাড়ি চালিয়ে দেন। ঘটনায় ওই মহিলা কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ-

 

মিরাটের পারতাপুর থানা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি প্রকাশ্যে আসে টোল প্লাজায় লাগানো সিসিটিভি ফুটেজ থেকে। কাশী টোল প্লাজার ম্যানেজার অনিল শর্মা বলেন, "দিল্লি থেকে আসা একটি গাড়ি প্রথমে আমাদের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে৷ এরপর নির্দিষ্ট টোল চাওয়ার পরে গাড়িটি দ্রুত গতিতে ওই মহিলা কর্মীকে ধাক্কা মেরে চলে যায়।ঘটনায় ওই মহিলা কর্মী গুরুতর আহত হয়েছেন।

তিনি আরো বলেন -এটি একটি গুরুতর ঘটনা এবং প্রশাসনের উচিত এর ব্যবস্থা নেওয়া ৷ এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক..."

দেখুন কী বললেন তিনি-

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)