দিল্লি, ১৫ জানুয়ারি: এবার বড় খবর এল EPFO থেকে। পেনশন নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি গুরুক্বপূর্ণ সার্কুলার প্রকাশ করা হয়। ওই সার্কুলার অনুযায়ী, EPFO সদস্যদের নিজেদের UAN সক্রিয় করতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে আধার এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তা সংযুক্ত অর্থাৎ লিঙ্ক করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে UAN সংযুক্ত না হলে. EPFO সদস্যরা কর্মসংস্থান লিঙ্কড ইনসেনটিভ (ELI) স্কিমের আওতাভুক্ত হয়ে সুবিধা পবেন না।
কর্মসংস্থান পদ্ধতি যাতে বাড়ে অর্থাৎ দেশে কর্মসংস্থান পদ্ধতিকে উৎসাহিত করার এবং কর্মসংস্থানের সুবিধাগুলিকে আরও সহজ করতেই EPFO এর সঙ্গে (UAN) সক্রিয় করার এবং আধারের সঙ্গে এটি সংযুক্ত করার সময়সীমা বাড়ানো হয়েছে।
প্রথমে এর সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তবে বছর শেষের পর এর নির্ধারিত সময়সীমা আরও বৃদ্ধি করা হয় ১৫ জানুয়ারি পর্যন্ত। কর্মচারীদের কর্মসংস্থান লিঙ্কড ইনসেনটিভ (ELI) প্রকল্পের সুবিধা পেতে এই লিঙ্ক যাতে শিগগিরই সক্রিয় করেন, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে।
দেখুন EPFO এর তরফে কী জানানো হয়েছে...
It is mandatory to seed your Aadhaar with your Bank Account to avail the benefits of the Employment Linked Incentive (ELI) Scheme, an employment-centric scheme focusing on job creation in the country. Do it timely to avoid last-minute hassle!#EPFOwithYou #HumHainNaa #EPFO #EPF… pic.twitter.com/mn4Eom0U1T
— EPFO (@socialepfo) January 9, 2025
EPFO-এর ELI প্রকল্পের সুবিধা পেতে হলে UAN বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। প্রসঙ্গত ২০২৪ সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই ELI প্রকল্প তৈরি করন। যা দেশের কর্মসংস্থানকে আরও বেশি করে সক্রিয় এবং উজ্জিবীত করবে বলে জানানো হয়।