West Bengal Weather Update: (Photo Credits: X)

কলকাতা: মকর সংক্রান্তিতে পশ্চিমবঙ্গ থেকে কার্যত গায়েব হয়ে যায় শীত। তবে মাঘের শুরুতেই কলকাতার আবহাওয়ায় (Weather) বদল। তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমল। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১.২ ডিগ্রি কমে গিয়েছে। আলিপুর আবহাওয়া  দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনে রাজ্যে তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে ফের কিছুটা পারদপতন হতে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হল ২৪.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা হল ১৫.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি। কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে।

আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।তবে শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে ।