লোকসভা ভোটের মুখে রাহুল গান্ধীর 'ভারত ন্যায় যাত্রা'ছুটে চলেছে দেশের একের পর এক রাজ্যে। এদিন ছত্তিশগড়ে ভারত ন্যায় জোড়ো যাত্রায় রাহুল অবাক করা কাজ করলেন। 'হিংসার বাজারে ভালবাসার দোকান' এমন কথা বলে যাত্রায় বের হওয়া রাহুল তার চরম বিরোধীদের কাছে টানলেন। এদিন ছত্তিশগড়ের রাস্তায় রাহুলকে দেখে হনুমানের ছবি আঁকা পতাকা নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন। রাহুল তুমি দূর হটো, এমন স্লোগান দিচ্ছিলেন তাঁরা। সেই কথা শুনতে পেয়ে গাড়ি থেকে নেমে এসে বিক্ষোভকারীদের সঙ্গে হাত মেলান রাহুল।
রাহুলের ভালবাসা পেয়ে বিক্ষোভকারীরা তাঁর সঙ্গে হাত মেলান। রাজনীতি মানেই হিংসা-প্রতিহিংসা, জবাব-পাল্টা জবাবের নীতির মাঝে রাহুলের এমন কাজ সবার প্রশংসা পাচ্ছে। রাহুল বারবার বলেছেন, তিনি হিংসা-ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করেন না। ভালবাসা ছড়িয়ে দিতেই তিনি ভারত জোড়ো যাত্রায় নেমেছেন।
দেখুন ভিডিয়ো
BJP workers reached Nyay Yatra to oppose Rahul Gandhi
When RaGa approached them, they wanted to shake hands with him and welcomed 🔥pic.twitter.com/IH3H2dwgPQ
— Amock (@Politics_2022_) February 12, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)