অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কারণে এইমস (AIIMS) দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ করার কথা ঘোষণা করা হয়। রাম মন্দির উদ্বোধনের কারণে স্কুল-কলেজ, অফিস ছুটি দেওয়া হয়েছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। ঘোষণা করা হয়েছে ড্রাই ডে। মাছ-মাংস বিক্রিতেও কোথাও কোথাও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু তা বলে হাসপাতাল? জীবন বাঁচানোর জন্য, শরীরের এমার্জেন্সি পরিস্থিতির জন্য হাসপাতালই শেষ ভরসা।

কাল দুপুর আড়াইটে পর্যন্ত হাসপাতালের মত জরুরি পরিষেবা বন্ধ রাখা হলে অসুস্থ, মরাণপন্ন মানুষ কোথায় যাবে? যা নিয়ে অনেকেই ক্ষোভপ্রকাশ করেন। ক্ষোভের কথা টের পেয়ে AIIMS দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার হতে চলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, চাপের মুখে পড়ে AIIMS দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা ঘোষণা করা হবে। সোমবার অন্যান্য দিনের মত AIIMS-র পরিষেবা স্বাভাবিক থাকবে।

দেখুন খবরটি

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)