Mathea Allansmith with her gold medals (Photo Credit Instagram)

নয়াদিল্লি: 'বয়স শুধুমাত্র একটি সংখ্যা', এই বিখ্যাত উক্তিটি খেলোয়াড়রা প্রায়শই ঠিক প্রমাণ করেন। ২০২২ সালের ম্যারাথনে (Marathon) একইরকমই একটি স্মরণীয় ঘটনা ঘটে। গত বছর হনলুলু ম্যারাথন তাদের ৫০তম জন্মদিনে প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে প্রায় ২৭,০০০ দৌড়বিদ ২৬.২ মাইলের দৌড়ে অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় ম্যাথিয়া অ্যালানস্মিথ (Mathea Allansmith) নামের এক ৯২ বছরের বয়স্ক মহিলা ওই ম্যারাথন দৌড়ে জয়ী হন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ম্যাথিয়া অ্যালানস্মিথের সোনার মেডেলের ছবি শেয়ার করেছে। বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা ম্যারাথন প্রতিযোগী এই মহিলা। ম্যাথিয়ার এখন বয়স ৯৩ বছর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা৷ আরও পড়ুন : Zomato Executive Ate Customer’s Food? সিগন্যালে দাঁড়িয়ে গ্রাহকের খাবার খাচ্ছে জোম্যাটো ডেলিভারি বয়? ভাইরাল বেঙ্গালুরুর ভিডিয়ো