
নয়াদিল্লিঃ প্রাণের (Life) ঝুঁকি নিয়ে ট্রেনে (Train)সফর নতুন ঘটনা নয়। ভিড়ের ঠেলায় ট্রেনের কামড়ায় ঝুলে সফর করেন অনেকেই। এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হল এমনই এক ভিডিয়ো (Video)। যাতে দেখা যাচ্ছে, ট্রেনের কামড়ায় ঝুলে ঝুলে সফর করছেন কিছু মহিলা। জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে মহিলাদের জন্য সংরক্ষিত একটি ট্রেনে। এদিন ৪০ মিনিট দেরীতে আসে ওই ট্রেন। ফলে স্বাভাবিকভাবেই ট্রেনটিতে মারাত্মক ভিড় হয়। সেই ভিড় ঠেলে ট্রেনে উঠতে না পেরে দরজার বাইরেই ঝুলে ঝুলে যান ওই মহিলারা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই নানা ধরনের মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। এক্স হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করা হয়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রেনের কামড়ার বাইরে রীতিমতো ঝুলছেন কয়েকজন মহিলা। দরজার হাতল ধরে ঝুলে ঝুলে সফর করছেন তাঁরা। হাওয়ায় উড়ছে তাঁদের ওড়না থী শুরু করে ব্যাগপত্র। ভিডিয়োটি দেখে রীতিমতো শিউড়ে উঠেছেন নেটিজেনদের একাংশ। ভাইরাল ভিডিয়োর কমেন্টে রেলের এক্স হ্যান্ডলকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন কেউকেউ।
দরজার বাইরে ঝুলছে শরীর, প্রাণ হাতে নিয়ে সফর তরুণীর, দেখুন ভাইরাল ভিডিয়ো
#ViralVideo #CRFixLocalTrainDelays Today’s Ladies Special from Kalyan was delayed by 40 mins, forcing women to hang on the footboard—an unsafe and risky commute. Railways term this dangerous, yet delays continue. @AshwiniVaishnaw pls review delay data. @MumRail @rajtoday pic.twitter.com/vnhxTIyFD6
— Mumbai Railway Users (@mumbairailusers) May 9, 2025