ভাইরাল ভিডিয়ো (ছবিঃ-X)

নয়াদিল্লিঃ পথ কুকুরদের (Stray Dogs) নিয়ে সুপ্রিম (Supreme Court) শুনানির জেরে উত্তাল হয়েছিল গোটা দেশ পথে নেমেছিলেন কুকুরপ্রেমীরা পরে সেই রায় পূণঃবিবেচনা করে বদল করে শীর্ষ আদালত এই আবহে এবার যোগীরাজ্যে সামনে এল এক ঘটনা রাস্তায় পথকুকুরদের খেতে দেওয়ায় এক ব্যক্তির দ্বারা আক্রান্ত হলেন এক মহিলা ৩৮ সেকেন্ডে ৮ চড় মারা হয় ওই মহিলাকে, এমনটাই অভিযোগ ইতিমধ্যে এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

পথ কুকুরদের খাওয়াতে গিয়ে আক্রান্ত মহিলা

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলার উপর চড়াও হয়েছেন এক ব্যক্তি প্রকাশ্যে মহিলার গায়ে হাত তুলছেন তিনি তদন্তে নেমে জানা গিয়েছে, রাস্তায় কুকুরদের খেতে দেওয়া নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধে তর্কাতর্কি শুরু হয় এমনসময় আচমকা মহিলাকে চড় মারেন ওই ব্যক্তি ইতিমধ্যেই ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে পথকুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণ করানোর পর তাদের নিজস্ব এলাকায় ছেড়ে দেওয়া যাবে এছাড়া শুধু রেবিস আক্রান্ত হিংস্র পথকুকুরদের শেল্টারে রাখতে হবে এছাড়া কুকুরদের খেতে দেওয়ার নির্দিষ্ট স্থান থাকবে যদিও গাজিয়াবাদের এই ঘটনায় আক্রান্ত মহিলার দাবি, তিনি নির্দিষ্ট জায়গাতেই খেতে দিচ্ছিলেন

পথকুকুরের খেতে দেওয়া 'শাস্তি', ৩৮ সেকন্ডে মহিলাকে ৮ চড় ব্যক্তির, ভাইরাল ভিডিয়ো