Somersault in Saree Video: শাড়ি পরে শূন্যে ডিগবাজি, তরুণীর অ্যাক্রোব্যাটিক্স স্কিলে মুগ্ধ নেট দুনিয়া
Woman Performs Acrobatics in Saree (Photo Credit Instagram)

নয়াদিল্লি: বিদ্যুৎ জামওয়াল, টাইগার শ্রফ, জন আব্রাহাম, ঋত্বিক রোশন, এমনকি পাঠান সিনেমায় শাহরুখকেও সামারসল্ট কিংবা স্ট্যান্ডিং মুনসল্ট দিতে দেখেছেন অ্যাকশন সিনে আর এরজন্য কতটা ফিট থাকতে হয়, সেটা কারওরই অজানা নয়। কিন্তু শাড়ি পরে অ্যাক্রোব্যাটিক্স (Acrobatics) স্কিল দেখানো, এমন কখনও আগে দেখেছেন! এরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরনে লাল শাড়ি. পায়ে স্পোর্টস শ্যু, দৌড়ে এসে মার্শাল আর্টিস্টের ভঙ্গিমায় সটান সামারসল্ট অর্থাৎ ডিগবাজি। তাও একবার নয়, দু'বার।

দেখুন ভিডিও 

ইনস্টাগ্রাম ব্যবহারকারী মিশা শর্মার শেয়ার করা  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই দ্রুত ভাইরাল হয়েছে। তাঁর অবিশ্বাস্য ফিটনেস দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।