লখনউ: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে অনেক কিছুই আজ সহজে আমাদের হাতের মুঠোফোনে চলে আসে। যার মধ্যে কিছু জিনিস দেখে আমরা অবাক হই। আবার কিছু জিনিস আমাদের আনন্দও দেয়। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো (Video) ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বানদা (Banda) এলাকার ৯ বছরের একটি শিশুর কথা বলার ধরন দেখে হতবাক হয়ে গেছেন নেটিজেনরা।
ভিডিয়োটিতে ওই শিশুকে বলতে শোনা যাচ্ছে, না গোলি সে না তলোয়ার সে, বান্দা ডারতা হ্যায় তো বাপুকে মার সে (Neither the bullet nor the sword, I am only afraid of my father's beating)। ওই ভিডিয়োতে সে আরও বলেছে যে তার স্বপ্ন হল রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) হওয়া। যদি মুখ্যমন্ত্রী না হতে পারে তাহলে জেলাশাসক (DM) সে হবেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনাথ বিহারের ভাগবত প্রসাদ মেমোরিয়াল ইন্টার কলেজের ক্লাস থ্রির ওই ছাত্রের নাম বিবেক কুমার।
"न गोली न तलवार से... बंदा डरता है तो बापू की मार से"
बांदा का यह लड़का तो भई पूरा बवाल है। अपने हाज़िर जवाब से इस बच्चे ने सभी को प्रभावित किया साथ अब यह सोशल मीडिया पर भी काफी तेजी से वायरल हो रहा है।#UttarPradesh #Banda pic.twitter.com/plTVtgpkHY
— UP Tak (@UPTakOfficial) November 14, 2022