রায়বেরেলির একটি বাদরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কিন্তু কেন এই বাদর ভাইরাল ? উত্তর হল  এই বাদরটি অ্যালকোহলের জন্য পাগল এবং মদের জন্য সবকিছু করতে পারে। এমনকি মদের চাহিদায় মানুষের হাত থেকে ছিনতাই করে মদ খায়। এই ভিডিওতে ঠিক সেটি দেখা যাচ্ছে।

মদের জন্য দোকানদার এবং গ্রাহকদেরও হয়রানি সহ্য করতে হয় । ইতিমধ্যেই দোকানদাররা আবগারি আধিকারিককে সাহায্যের জন্য অনুরোধ করেছেন।দেখুন সেই মাতাল বাদরের কান্ডকারখানা_