Python Video (Photo Credit: Twitter)

এবার একটি পাইথনের (Python) ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। যে ভিডিয়োতে একটি পাইথনকে তরতরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা যায়। কালো রঙের বিশালাকার সাপ দেখে ভয়ে  কাত নেট জনতা। ভিডিয়োতে দেখা যায়, বিশালাকার পাইথন কোনও ধরনের সিঁড়ির সাহায্য ছাড়াই উপরে উঠতে শুরু করে। বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দা নিজের সোশ্যাল হ্যান্ডেলে পাইথনের ভিডিয়ো শেয়ার করেন।যেখানে সুশান্ত নন্দা একটি শক্তিশালী ক্যাপশন যোগ করে শেযার করেন ভিডিয়ো।

বন দফতরের আধিকারিক লেখেন, উপরে ওঠার জন্য সব সময় সবার যে কোনও সিঁড়ির প্রয়োজন হবে সামনে, তেমন ভাবার কোনও কারণ নেই। সুশান্ত নন্দা নিজের সোশ্যাল হ্যান্ডেলে পাইথনের ভিডিয়ো শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। ৩২ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপে পাইথন যেভাবে সিঁড়ি ছাড়া উপরে উঠতে শুরু করে,তা দেখে ভয়ে সিঁটিয়ে যান অনেকে।

ভিডিয়ো শেয়ার করার পরপরই কয়েক হাজার ভিজউ পায় সেটি।  অন্যদিকে পাইথনের ভিডিয়োতে বাড়তে শুরু করে লাইকের সংখ্যাও।