Plane In Flames (Photo Credit: Twitter)

রানওয়েতে নামতে নামতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে বিমানে (Plane)। রানওয়েতে বিমান নামার সময় আগুন জ্বলতে শুরু করায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর রানওয়েতে থেকে ছুটতে শুরু করেন আতঙ্কিত মানুষ। এমনকী, বিমানে যে যাত্রীরা ছিলেন, তাঁরাও প্রাণভয়ে ছুটে পালাতে শুরু করেন সেখান থেকে। তবে কারও আহত বা নিহত হওয়ার খবর মেলেনি। তবে মিয়ামি বিমানবন্দরে আগুনের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। দেখুন...

 

কীভাবে মিয়ামি বিমানবন্দরে ( Miami International Airport) অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়, সে বিষয়ে কিছু  জানা যায়নি। তবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।