Flight, Representational Image (Photo Crerdit: File Photo)

সিঙ্গাপুর এবং লন্ডনের (London) মাঝে প্রবল ঝাঁকুনি এবং দুলুনির জেরে মাঝ আকাশে মৃত্যু হল একজনের। আহত পরপর ৩০ যাত্রী। শুনতে অবাক লাগলেও এবার এমনই একটি ঘটনার সাক্ষী সিঙ্গাপুর (Singapore) এয়ালাইন্সের একটি বিমান। ২১১ জন যাত্রী ছিলেন লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই বিমানে। লন্ডন থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ওড়ার সময় ওই বিমানে মারাত্মক টার্বুলেন্স (Turbulence) শুরু হয়। প্রবল ঝাঁকুনির জেরে মাঝ আকাশেই এক যাত্রীর মৃত্যু হয় বলে জানা যায়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে ওই যাত্রীর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। ফলে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই বিমানটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগে সেটিকে ব্যাঙ্ককে জরুরি ভিত্তিতে নামানো হয়।

দেখুন ট্যুইট...

 

সিঙ্গাপুর এয়ারলাইন্সের তরফে ঘটনার পর বিবৃতি জারি করা হয়। জানানো হয়, সোমবার হিথরো বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি ওড়ে। ওড়ার কয়েক ঘণ্টা পর মাঝে আকাশে প্রবল ঝাঁকুনি শুরু হয়। টার্বুলেন্সের জেরে মাঝ আকাশেই এক যাত্রীর মৃত্যুর খবর মেলে। ফলে সংশ্লিষ্ট ঘটনার জেরে শোরগোল শুরু হয়ে যায়।