নয়াদিল্লি: মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক যাত্রী। ঘন্টায় ১০০ কিমি গতিবেগে চলা ট্রেনের ছাদে শুয়ে (Roof) দিল্লি থেকে কানপুর পৌঁছলেন যুবক। মাথার উপর ছিল ১১০০০ ভোল্টেজের তার। গোরখপুরগামী হামসফর এক্সপ্রেস ট্রেনটি যখন কানপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়, তখন রেলওয়ে পুলিশ ( Government Railway Police) ট্রেনের ছাদে এক ব্যক্তিকে লক্ষ্য করেন।
প্রথমে অফিসাররা ভেবেছিলেন লোকটি মারা গেছেন। তাকে নামানোর চেষ্টা করে আধিকারিকরা বার্থ হন। পরে রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ) আধিকারিকরা ট্রেনের ছাদে উঠে স্টেশন চত্বরের চারপাশের ওভারহেড বিদ্যুতের লাইন কেটে যুবককে নামিয়ে আনেন। তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। জিআরপি এবং রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ)যুবককে গ্রেফতার করেছে।