বাইরে চড়া রোদ। তাপপ্রবাহ, দাবদাহ। এবারের গরমে এগুলো কমন শব্দ। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে তাপমাত্রা বেড়েছে প্রায় সব জায়গাতেই। কলকাতার মানুষদের মুখে তো দিনরাত এক কথা। "আগে এত গরম পড়ত না। এখন অস্বাভাবিক গরমটা নেওয়া যাচ্ছে না।" দিন দুয়েক আগে তো রাজস্থানের এক জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়।

এই গরমে জঙ্গলের রাজা সিংহও কাবু। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটার সময় তাই কলাগাছের পাতাকে ছাতার মত ব্যবহার করে হাঁটতে থাকলেন সিংহ মশাই। কলাপাতার ছাতার ছায়ায় একটু শান্তি খুঁজছেন সিংহ মশাই। টিকটকের এক ইউজার- সিংহ মশাইয়ের সেই 'ছাতা' মাথায় করে হাঁটার ভিডিয়ো আপলোড করতেই দাবানলের মত ছড়িয়ে পড়ে। এই ভিডিয়োটি কথাকার তা স্পষ্ট নয়। তবে অনেকেই বলছেন, সিংহটি আফ্রিকার জঙ্গলের রাস্তার পাশ দিয়ে কলাপাতাকে মুখে ধরে ছায়া করে হেঁটে যাচ্ছে।

দেখুন ভিডিয়ো

এআই প্রযুক্তির মাধ্যমে এখন অনেক এই ধরনের ভিডিয়ো দেখা যাচ্ছে। এটা তেমন কি না তা বোঝা যাচ্ছে না। তবে যদি এই ভিডিয়োটি সত্যি হয়, তাহলে এবারের অসহ্য গরমের সেরা ছবি হয়ে থাকবে। আগামী দিনে কোনও ছাতা কোম্পানির বিজ্ঞাপনে এই ভিডিয়োটা ব্যবহার হলে অবাক হওয়ার থাকবে না।