ঝাঁ চকচকে আধুনিক পরিকাঠামো সহ শপিং মল এখন দুনিয়ার বেশ কিছু দেশে দেখা যাচ্ছে। ভারতে মুম্বই থেকে কলকাতা, দিল্লি থেকে বেঙ্গালুরু-সর্বত্র চোখধাঁধানো শপিং মল চোখে পড়ে। সিঙ্গাপুর, তাইল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দেশের শপিং মলগুলিতে এক একটা দর্শনীয় স্থান বলা চলে। যে মল যত সুন্দর, চোখধাঁধানো সেখানে ক্রেতাদের তত বেশী, সেখানে বিক্রি তত বেশী, সেখানে ব্যবসায়ীদের মুনাফা তত বেশী।
আর চোখধাঁধানো শপিং মলের প্রতিযোগিতায় দুনিয়ার বাকি সবাইকে টেক্কা দিল চিনের সাংহাইয়ের 'থাউজেন্ড ট্রিস'। 'মল অফ দ্য ফিউচার'নামের সাংহাইয়ের এই শপিং মলে পোঁতা হয়েছে আড়াই লক্ষ গাছ। হ্যাঁ, আড়াই লক্ষ। সুবিশাল মলটির সামনের দিকে এক হাজারটি গাছ দিয়ে সাজানো হয়েছে। রাতের মায়াবী আলোয় এই হাজার গাছের মলকে একেবারে চমকপ্রদ দেখাচ্ছে। ৯ তলার সবুজ পাহাড়ের এই মলের থিম, পরিবেশ বাঁচাও, দুনিয়া বাঁচাও।
দেখুন ভিডিয়ো
🇨🇳Shanghai's "1000 Trees" Mall Opens
The “mall of the future” in Shanghai boasts 250,000 plants and a thousand trees on its facades.
Designed by Thomas Heatherwick, the nine-story structure resembles a green mountain.
Sources: Guardian
— Mario Nawfal (@MarioNawfal) June 23, 2024
শপিং মলটিতে ঢুকলে মনে হবে কোনও জঙ্গলে ঢুকে পড়েছেন। শোনা যাচ্ছে পাখির আওয়াজ। দূর থেকে দাঁড়িয়ে মলটিকে দেখলে মনে হচ্ছে যেন একটা পাহাড়ে ঘেরা জঙ্গল। সাংহাইয়ের ব্যস্ততম শহুরে রাস্তায় এক টুকরো জঙ্গলের আড়ালে ঢেকে শপিং মল।