ইউপিএসসি ভুয়ো খবর (Photo Credits: @PIBFactCheck)

নতুন দিল্লি, ১৪ আগস্ট: দেশ যখন মহামারী করোনাভাইরাসকে রুখতে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। তখন বহু ভুয়ো খবরে ছেয়েছে সোশ্যাল মিডিয়া। একেবারে সর্বশেষ যে ভুয়ো খবরটি ভাইরাল হয়েছে সেটি হল, একমাত্র কোভিড-১৯ নেগেটিভ পরীক্ষার্থীরাই ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষায় (UPSC Examination) উত্তীর্ণ হবেন। এই ভুয়ো খবরকে ঘিরে ইতিমধ্যেই ইউপিএসসি পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার খবর পেয়েই ফ্যাক্ট চেকিং শুরু করে পিআইবি। ফ্যাক্ট চেকিংয়ের পর পিআইবি জানিয়েছে কোভি-১৯ সংক্রান্ত নির্দেশিকা দিয়ে কোনওরকম বিজ্ঞাপ্তি জারি করেনি ইউপিএসসি, সুতরাং ভাইরাল খবরটি ভুয়ো। ভুয়ো রিপোর্ট ভাইরাল হয়েছে, যেখানে লেখা আছে, যেসব পরীক্ষার্থী করোনা আক্রান্ত নন তাঁরাই ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন।

আরও পড়ন-Pranab Mukherjee Health Update: ৯৬ ঘণ্টা পরেও একই রকম প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা বললেন অভিজিৎ মুখার্জি

পিআইবি-র টুইট

এমন পোস্ট ঘিরে আতঙ্ক ছড়াতে তত্য যাচাইয়ে নামে পিআইবি। এবং স্বভাবতই ভাইরাল খবরটিকে ভুয়ো প্রমাণ করা হয়। মহামারী করোনাভাইরাসের প্রকোপে চলতি বছরে পরীক্ষা স্থগিত রেখেছে ইউপিএসসি। অক্টোবর ২০২০-তে কীবাবে পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তিই এখনও পর্যন্ত ইউপিএসসি-র তরফে ঘোষণা করা হয়নি। তবে ইউপিএসসি-র তরফে অ্যাডমিড কার্ড দেওয়ার একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের কি কি নিয়ম মানতে হবে, সেই সংক্রান্ত একটি গাইডলাইন প্রকাশ হবে খুব শিগগির।