নতুন দিল্লি, ১৪ আগস্ট: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের তরফে এই তথ্যই জানানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর সর্বশেষ আপডেট অনুসারে প্রণব পুত্র অভিজিৎ মুখার্জি জানিয়েছেন, ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময় আজ শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। পরোক্ষভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি। চারদিন আগে জরুরি ভিত্তিতে প্রণব মুখার্জির মস্তিষ্কের অস্ত্রোপচার হয়। তারপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। হাসপাতালের তরফে জানানো হয়েছে যে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (Pranab Mukherjee) এখনও জীবিতই রয়েছেন। গতকালই বাবার মৃত্যুর গুজব উড়িয়ে একথাই বললেন ছেলে অভিজিৎ মুখার্জি। পড়ে গিয়ে মাথায় চোট পান বর্ষীয়ান প্রণববাবু।
তাঁকে দিল্লির সেনা হাসপতালে ভর্তি করা হলে লালরসের পরীক্ষা হয়। তাতে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সেই সঙ্গে মাথায় রক্তের ক্লট জমে যাওয়ায় অপারেশন করা জরুরি হয়ে পড়ে। এই অস্ত্রোপচারের পরেই তাঁর শারীরিক অবস্থা সংকটজমনক হয়ে ওঠে। দুদিন ধরে এমন পরিস্থিতি থাকলেও গতকাল রাতের দিকে অভিজিৎ মুখার্জি জানান, তাঁর বাবা ভাল আছেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় খবর রটে যায়, মারা গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সেই খবর ভাইরালও হয়ে যায়। নিজের কোভিড সংক্রমণের খবর পেয়েই টুইট করে তা জানান প্রাক্তন রাষ্ট্রপতি। এবং সাম্প্রতিক কালে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেন তিনি। আরও পড়ুন-Sonu Sood: ৬ মাস শয্যাশায়ী থাকার পর প্রথম হাঁটলেন, ২২ বছরের তরুণীর কাছে দেবদূতের নাম সোনু সুদ
প্রণব মুখার্জির হেলথ আপটেড
96-hour observation period ends today. My father's vital parameters continue to remain stable and he is responding to external stimuli & treatment: Abhijit Mukherjee, Son of f on his father's health. pic.twitter.com/SyBqcCMEdE
— ANI (@ANI) August 14, 2020
The condition of former President Pranab Mukherjee remains unchanged this morning. He is under intensive care and continues to be on ventilatory support. His vital parameters are presently stable: Army Research & Referral (R&R) Hospital, Delhi pic.twitter.com/5WTY1Gtzg8
— ANI (@ANI) August 14, 2020
এদিকে বাবা জীবিত থাকাকালীন তাঁর মৃত্যুর গুজবে তিতিবিরক্ত প্রণববাবুর মেয়ে শর্মিষ্ঠা ও ছেলে অভিজিৎ মুখার্জি-সহ গোটা পরিবার। বৃহস্পতিবার সকালে টুইট বার্তায় অভিজিৎবাবু বলেন, “আমার বাবা এখনও জীবিত আছেন এবং হেমোডায়নমিক্যালি স্থিতিশীল। নামী সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর গুজব ভাইরাল করে দিয়েছেন। এ থেকেই বোঝা যায় ভারত ভুয়ো খবরের কারখানায় পরিণত হয়েছে।” এদিকে বাবার মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভ উগরে দেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। বিরক্তি প্রকাশের পাশাপাশি তিনি মিডিয়ার উদ্দেশে রীতিমতো অনুরোধ করেছেন। তাঁকে যেন বারবার ফোন না করা হয়। হাসপাতাল থেকে জরুরি আপডেট পাওয়ার জন্য ফোনটা ফাঁকা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।