নতুন দিল্লি, ১০ জুন: সোমবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় দাপাচ্ছে রাষ্ট্রপতি ভবনের ছোট্ট একটি ভিডিয়ো ক্লিপিস। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সাংসদ দুর্গাদাস যখন শপথ নিচ্ছেন, তখন দূরে চিতা বাঘের মত বা একটি আজব দেখতে প্রাণী শপথ গ্রহণের মঞ্চের পিছনে হাঁটছে। এক ঝলকে সেটিকে দেখতে অনেকটা চিতাবাঘের মতই দেখাচ্ছিল।
ভিডিয়োতে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবনের সিঁড়িতে ঘুরে বেড়াচ্ছে চিতার মত দেখতে প্রাণীটি। ভিডিয়োটি যত ভাইরাল হয় ততই অনেকে শেয়ার করে বলতে থাকেন, রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথে মন্ত্রীদের পাহাড় দিচ্ছে চিতাবাঘ।
দেখুন ভাইরাল ভিডিয়োটি
Can you spot something unusual happening here?
An animal, allegedly a leopard, was spotted walking at the Rashtrapati Bhavan.
This happened when MP Durga Das was carrying out official procedures on stage. pic.twitter.com/GcH8buYFPF
— Sneha Mordani (@snehamordani) June 10, 2024
তবে এদিন সন্ধ্যায় দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভিডিয়োতে ভাইরাল রাষ্ট্রপতি ভবনের সেই প্রাণীটি একটি সাধারণ গৃহপালিত বিড়াল। চিতা নয়। এই বিষয়ে গুজব না ছড়াতে আবেদনও জানিয়েছে দিল্লি পুলিশ। আরও পড়ুন-‘ইউনিফর্ম তেরে বাপ কি থোডি হ্যায়’, মদ্যপ পুলিশের ভিডিও ভাইরাল, দেখুন
ভিডিয়োটির বিড়ালটিকে চিতার মত দেখাচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে। যেহেতু ভিডিয়োটি অনেকটা দূর থেকে তোলা, আর সেটিকে জুম করে দেকা হচ্ছে, তাই ভারী চেহারের বিড়ালকে চিতা বলে অনেকেরই ভুল হচ্ছে।
দেখুন দিল্লি পুলিশের ঘোষণা
These facts are not true, the animal captured on camera is a common house cat. Please don't adhere to such frivolous rumours.
— Delhi Police (@DelhiPolice) June 10, 2024
প্রসঙ্গত, গতকাল, রবিবার সন্ধ্যায় তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের বহু ভিভিআইপি, ভিআইপি-রা। দেশের সাংসদ, নেতা, মন্ত্রীদের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণে হাজির ছিলেন ছিলেন বলিউডের মহাতারকা শাহরুখ খান, ধনবুকেবর শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানি সহ বিশিষ্টজনেরা।