Pink Pigeon

নয়াদিল্লি: পায়রা নিয়ে অনেক গল্প রয়েছে ইতিহাসে। পৃথিবীতে অনেক রকম প্রজাতির পায়রাও রয়েছে। কিন্তু আপনি কি কখনও গোলাপি রঙের পায়রা (Pink Pigeon) দেখেছেন? অনেকেই হয়তো জানেন না যে গোলাপি রঙের পায়রারও অস্তিত্ব রয়েছে। ইউনাইটেড কিংডোমের একটি ছোট শহর বুরিতে বিরল গোলাপি রঙের পায়রা ঘুরে বেড়াতে দেখা গেল। এই গোলাপি রঙের পায়রা দেখে আশ্চর্য হয়েছেন সেখানকার স্থানীয়রা। এই দৃশ্য দূত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে। পায়রাটিকে ওই অঞ্চলে একটি বাড়ির ছাদে বসে খাবার খেতে দেখা গিয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে যে, তাদের বেশ কয়েকজন কর্মকর্তাও  শহরের কেন্দ্রে বিরল এই গোলাপি পায়রা দেখতে পেয়েছেন।

দেখুন ছবি

উল্লেখ্য, গোলাপি পায়রা ১৯৭০ ও ১৯৯০-এর দশকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখনও এটি খুব বিরল, দেখা যায় না বললেই চলে।