
অন্ধকার রাস্তায় (Road) হেঁটে যাচ্ছে ফ্যাকাশে রঙের একটি অবয়ব (Mysterious Pale Figure)। সিসিটিভি ক্যামেরায় এমনই একটি ভিডিয়ো উঠে আসতে তা নিয়ে শোরগোল ছড়ায় বিশ্ব জুড়ে। প্যারানর্মালিটি নামে একটি ম্যাগাজিনে এমন একটি ভিডিয়ো প্রকাশ করা হয়।
যেখানে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের মোরহেডে একটি বাড়ির পিছনের বাগান থেকে ফ্যাকাশে রঙের একটি মূর্তি চলাফেরা করতে শুরু করেছে। ওই মূর্তিটি বাড়ির পিছনের বাগান থেকে উঠে একটি গাড়ির সামনের দিকে এগোতে শুরু করে। যে ভিডিয়ো দেখে প্যারানর্মাল অ্যাক্টিভিস্টরা ভূত বলে দাবি করেছেন। তবে নেটিজেনরা ওই ভিডিয়ো দেখে তর্ক জুড়েছেন একে অপরের সঙ্গে।
Here's the video of the Pale creature caught on a security cam near Moorhead, KY. #cryptid pic.twitter.com/jCexxlQTA0
— Paranormality Magazine (@ParanormalityM) July 9, 2022
ওই ভিডিয়োতে দৃশ্যমান বিষয়কে কেউ ভূত বলে দাবি করছেন। কেউ বা ভূতুড়ে তত্ত্ব মানতে নারাজ। তবে যাই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।