প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ওয়াশিংটন, ২৭ নভেম্বর: বিরল রোগে হারিয়েছিলেন নিজের সন্তানকে। তাই সদ্যোজাতদের কথা ভেবে নিজের বুকের দুধ (Breast Milk) বিলোবার কথা ভেবে ফেলেন মার্কিনী তরুণী। সেইমতো বুকের দুধ সংরক্ষণ করে জমা করেন মিল্ক ব্যঙ্কে। ৬৩ দিন ধরে নিজের বুকের দুধ প্যাকেট বন্দি করে মিল্ক ব্যঙ্কের হাতে তুলে দেন আমেরিকার বাসিন্দা সিয়েরা স্ট্র্যাংফিল্ড। আমেরিকার নীলসভিলের বাসিন্দা সিয়েরা।

জানা গিয়েছে জন্মানোর মাত্র ৩ ঘণ্টার মধ্যেই মারা যায় সিয়েরার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান। Trisomy 18 নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েই মারা যায় সেই সদ্যোজাত। তবে জন্মানোর আগে থেকেই স্ট্র্যাংফিল্ড দম্পতি বুঝতে পেরেছিলেন তাঁদের ভাবি সন্তান বিরল রোগে আক্রান্ত। গর্ভাবস্থার ৬ মাসের মাথাতেই সন্তানের বিরল রোগে আক্রান্ত হওয়ার কথা জানতে পেরে যান সিয়েরা স্ট্র্যাংফিল্ড (Sierra Strangfeld) এবং তাঁর স্বামী লি স্ট্র্যাংফিল্ড। এই রোগে আক্তান্ত ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসা তেমন কাজে আসে না। মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় আক্রান্তকে বলেও চিকিৎসকদের পরামর্শ নিয়ে জানতে পেরেছিলেন স্ট্র্যাংফিল্ড দম্পতি। কিন্তু তবুও আশায় বুক বেঁধে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছিলেন তারা। নিজেদের দ্বিতীয় সন্তানের নাম স্যামুয়েল রাখবেন বলে ভেবেছিলেন তারা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পুরো ঘটনা লিখে পোস্ট করেন সিয়েরা। সঙ্গে সঙ্গেই এই পোস্ট ভাইরাল হয়ে যায়। আরও পড়ুন: Man Unknowingly Tags Salem Police Station: বেশি ভাড়া নিলেন তামিলনাড়ুর অটো চালক, ক্ষুব্ধ যাত্রী অভিযোগ জানালেন অ্যামেরিকার পুলিশকে; ভাইরাল টুইট

সন্তানকে হারিয়ে সিয়েরা সিদ্ধান্ত নেন হাজার হাজার সদ্যোজাতের প্রাণ রক্ষা করবেন তিনি। যে সমস্ত শিশুরা মায়ের বুকের দুধ (Milk) পায় না তাঁদের নিজের বুকের দুধ দান করবেন। সিয়েরা জানান, স্যামুয়েলকে হারানোর আগেই আমি মনে মনে বলেছিলাম আমি আমার দুধ দান করব। আমার সন্তানকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু অন্য বাচ্চার জীবন বাঁচাব।