মল্লারপুর, ১৭ নভেম্বর: বাপরে! কী বুদ্ধি। বুদ্ধিতে যেকোনো মানুষকে হার মানিয়ে দেবে আধুনিক মানুষের পূর্বপুরুষ। এর আগেও নানারকমভাবে নিজের অসীম বুদ্ধির পরিচয় দিয়েছে হনুমান (Monkey)। কিন্তু তা বলে একেবারে হুবহু মানুষের মতোই চিকিৎসা (Treatment) করাতে ওষুধের দোকানে (Pharmacy) পৌঁছে যাবে? এটা কি ভেবেছিলেন? বিশ্বাস হবে না তবুও এমন ঘটনাই ঘটেছে মল্লালপুরে (Mallarpur) ৷
গতকাল সকালে মল্লারপুর স্টেশনে সঙ্গী হনুমানের সঙ্গে মারামারি করতে গিয়ে আহত হয়ে যায় হনুমানটি ৷ শরীরে আঘাত লাগে, কেটে ছোড়ে যায়।যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল ৷ তাই আর দেরি না করে চিকিৎসা করাতে ওষুধের দোকানে পৌঁছে গেল সে ৷ জানলে অবাকই লাগবে বটে। তবে এটাই সত্যি, হেঁটে নয় টোটোয় চেপে পৌঁছল ওষুধের দোকান ৷ আরও পড়ুন, সত্যি নাকি ফটোশপ? জানুন রানু মণ্ডলের অদ্ভুত মেকআপের রহস্য
ওষুধের দোকানে গিয়ে ওষুধ বিক্রেতাকে ক্ষত দেখায় হনুমান ৷ প্রথমে হনুমানের আজব কাণ্ডকারখানা দেখে ভয় পেয়ে যায় তারা। পরে গোটা ঘটনাটি বুঝতে পারেন দোকানের মালিক ৷ নিজেই ক্ষত জায়গায় মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেন ৷ ওষুধ খেতে দিলে মালিকের হাত থেকে ওষুধও খেয়ে নেয় সে ৷ চিকিৎসার পর হনুমানটি ফের টোটোয় উঠে বসে ৷ ফের টোটোয় চেপে স্টেশনে এসে পৌঁছয় বুদ্ধিমান হনুটি।