সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন এই দুনিয়ায় যাই ঘটুক না কেন প্রায় সবই ভাইরাল হয়ে যায়। চেনা হোক বা অচেনা পরিধির মধ্যে হওয়া ঘটনা, এইসব ভাইরাল ছবি, ভিডিও বা তথ্য কখনও আমাদের কাঁদায়, আবার কখনও পেট ব্যথা হয়ে যাওয়ার মতো হাসতে বাধ্য করে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যায় কখনও রাস্তাঘাটের অচেনা মানুষের ভিডিও, আবার কোনও পশু পাখির ভিডিও, আজ সবই ভাইরাল। এইসব ভিডিও দেখে দুঃখ, আনন্দের সঙ্গে আরও অনেক অনুভূতি প্রকাশ পায় মানুষের।

আজ এমনই এক ভিডিও নিয়ে কথা বলব যা আপনাকে পেট ধরে হাসতে বাধ্য করে দেবে। এটি একটি বিয়ের ভিডিও। একটি বিয়ের অনুষ্ঠানে অনেক ধরনের নিয়ম থাকে। এমনই একটি নিয়ম হল মাল্যদান। এই নিয়ম অনুযায়ী বর কনে একে অপরকে ফুলের মালা পরিয়ে দেয়। মাল্যদানের নিয়মকে মজার করার জন্য অনেক সময় বর কনে সহজে মালা না পরে নিজেকে একটু পিছিয়ে নেয়। এই ভিডিও-তেও এমনই দেখা যায়। বর তো প্রথম বারেই মালা পরে নেয়। কিন্তু কনে মালা পরার পরিবর্তে বারবার পেছনে সরে যেতে থাকে। প্রথম বার বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে দ্বিতীয় বার ফের কনেকে মালা পরানোর চেষ্টা করে বর। কিন্তু আবারও কনে মালা পরার পরিবর্তে পেছনে সরে যায়। এবার বর একটু বিরক্ত হয়ে তৃতীয় বার ফের কনেকে মালা পরানোর চেষ্টা করে। কনে এবারও মালা পরার পরিবর্তে পেছনে সরে যেতে গেলে এক ধাক্কা। বরের ধাক্কায় নিচে পড়ে যায় কনে। এরপর কনের মুখের উপর মালা ছুঁড়ে দিয়ে সেই স্থান থেকে বেরিয়ে যায় বর মশাই।

বিয়ে মানেই জাঁকজমক একটা ব্যাপার। একের পর এক নিয়ম, সুন্দর সাজগোজ, এলাহি খাবার। দেশি বিয়ে মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে কোনও না কোনও ভিডিও। নানা সময়ে নানা রকমের কাণ্ড কারখানা দেখতে পাওয়া যায় এ দেশের বিয়ে বাড়িগুলোতে। সেই ভিডিও একপ্রকার নিয়ম করেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।